Mohini Dey separetion: রহমানের এই ডিভোর্স ঘোষণার কয়েকঘণ্টা পরেই তাঁর সহশিল্পী গিটার বাদক মোহিনী দে-ও সোশাল মিডিয়ায় স্বামী মার্কের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন। তারপর থেকেই এই দুই ডিভোর্সকে ঘিরে শুরু চর্চা। তাহলে মোহিনীর কারণেই...., আইনজীবী বললেন-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ বছরের দাম্পত্য জীবনে আচনকাই ইতি টেনেছেন এ আর রহমান ও সায়রা বানু। রহমান পত্নীর আইনজীবী বন্দনা শাহের বিবৃতিতেই প্রকাশ্যে আসে এই খবর।
রহমান লেখেন, 'আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছানোর আশা করেছিলাম, তবে সমস্ত কিছু, মনে হয়, এক অদৃশ্য পরিণতি বয়ে বেড়ায়। এমনকী ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কাঁপতে পারে। তবু এই বিপর্যয়ের মধ্যে আমরা অর্থ খুঁজি...'
ঠিক এই ঘোষণার পরই এ আর রহমানের দলের বেসিস্ট মোহিনী দে তাঁর স্বামীর থেকে আলাদা হওয়ার কথা জানান। মোহিনী এবং তাঁর সুরকার স্বামী মার্ক হার্টসুচ জানান, তাঁরা তাঁদের বিবাহের ইতি টানছেন।
এরপরই শুরু হয় ফিসফাস। তাহলে রহমান-সায়রার বিচ্ছেদের পিছনে কারণ এই বঙ্গ তনয়া। কেন রহমানের বিচ্ছেদের ঘণ্টাখানেকের ব্যবধানে মোহিনীও তাঁর সুরকার স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন?
এরপরই মুখ খুললেন বন্দনা শাহ। সায়রা বানুর আইনজীবী এ আর রহমান ও মোহিনীর বিচ্ছেদ সম্পূর্ণ কাকতালীয়। এক সর্বভারতীয় চ্যানেলে তাঁর বক্তব্য, ‘এই দুই বিচ্ছেদের মধ্যে কোনও যোগসূত্র নেই। সায়রা ও রহমান নিজেরাই ভেবে-চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন।’
মোহিনী কলকাতার একজন বেসিস্ট এবং বিশ্বব্যাপী ৪০ টিরও বেশি শোতে রহমানের সঙ্গে পারফর্ম করেছেন। এ আর রহমান ছাড়াও, মোহিনী স্টিভ ভাই, মার্কো মিনেম্যান, উইলো স্মিথ, জর্ডান রুডেস অফ ড্রিম থিয়েটার, জেসন রিচার্ডসন এবং জাকির হুসেন এর সঙ্গেও কাজ করেছেন।
বয়স মাত্র ২৯। তাঁর নিজেরও একটি ব্যান্ড আছে। আর এই বয়সেই মোহিনী একুশ শতকের সেরা ১০ বেসিস্টের মধ্যে একজন । মাত্র ৯ বছর বয়সে সঙ্গীতজগতে যাত্রা শুরু তাঁর । অনেক ছোট থেকেই মঞ্চে পারফর্ম করছেন । গান বাংলা এস উইন্ড অব চেঞ্জের মাধ্যমে জনপ্রিয় হন।
মোহিনী তাঁর ডিভোর্স ঘোষণা করে লিখেছিলেন, 'হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি, যে মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই বিচ্ছেদ একেবারেই দুজনের সিদ্ধান্ত। দুজনে আলাদা হলেও, আমরা খুব ভালো বন্ধু থাকব। এবং মার্কের সঙ্গে কাজেও যুক্ত থাকব।'
এমটিভি আনপ্লাগড, কোক স্টুডিও এবং দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালনের মতো প্ল্যাটফর্মে পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছেন মোহিনী । ২০২৩ সালে তাঁর প্রথম অ্যালবাম রিলিজ করে । অ্যালবামের নাম ফ্রি স্পিরিট।
উল্লেখ্য, এআর রহমান ও সায়রা ১৯৯৫ সালে বিয়ে করেন। মাত্র দু’মাসের আলাপে বিয়ে। সম্বন্ধ করেই বিয়ে হয় তাঁদের । তাঁদের তিন সন্তান। খাতিজা, রহিমা ও আমিন। সেই বিবাহবন্ধন অবশেষে ভাঙল।