PHOTOS

Rachna Banerjee: 'সকালে ঈদ উদযাপন, বিকেলে শীতলা পুজো, এটাই তো পশ্চিমবঙ্গ', বার্তা রচনার...

Rachana Banerjee: সকালে ঈদের পর বিকালে শীতলা পুজোয় যোগ দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিনেত্রী বলেন, 'এটাই তো পশ্চিমবঙ্গ। যেখানে সব ধর্ম জাতি ভাষার মানুষের বাস সেই দেশ ভারতবর্ষ। আর পশ্চিমবঙ্গ হল সেই রাজ্য যেখানে সব ধরনের মানুষের সহবস্থান'।

Advertisement
1/8

বিধান সরকার: সোমবার সকালে পান্ডুয়ায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হুগলির তৃনমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

2/8

বিকালে ব্যান্ডেল বালিকাটায় দক্ষিণ ভারতীয়দের শীতলা পুজো যা মুত্তু মারিয়াম্মা পুজো নামে পরিচিত সেই পুজোর অনুষ্ঠানে যোগ দেন রচনা।

3/8

প্রায় ৫ দশক আগে  ব্যান্ডেল বালিকাটা অঞ্চল ছিল বাঁশের জঙ্গল। তামিলনাড়ুর লোকজন বসবাস করত এই অঞ্চলে।তাই এলাকার নাম হয় মাদ্রাজি পাড়া। শোনা যায় পি রত্নম ও তাঁর দাদা এই অঞ্চলে এক বিশাল আকৃতির সাপের দেখা পান। 

4/8

সাপটিকে খুঁজতে গিয়ে তারা মাটির তলা থেকে একটি মণি উদ্ধার করেন।এরপর ব্যান্ডেল বালিকাটা অঞ্চলে মা মুত্তু মারিয়াম্মার পূজা শুরু হয়।তৈরি হয় মন্দির।

5/8

পরবর্তী সময়ে, তামিলনাড়ুর মারিয়াম্মার পীঠস্থান থেকে মাটি এনে ব্যান্ডেলে নবরূপে প্রতিষ্ঠা করা হয় মন্দির।মা মুত্তু মারিয়াম্মাকে শীতলা রূপে পুজো করা হয়। প্রতি বছর ন'দিন ধরে চলে এই পুজো।যা ভেলভেল পুজো নামেও পরিচিত।

6/8

আগামী ৬ই মার্চ  ওলাইচন্ডী তলা থেকে সেই উৎসব শুরু হবে।  পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মন্দির প্রাঙ্গণে হাজির হবেন ভক্তরা।

7/8

সেই মন্দিরে আজ উপস্থিত হয়েছিলেন হুগলীর সাংসদ। হাজির ছিলেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 

8/8

সাংসদ বলেন,'এটাই পশ্চিমবঙ্গ যেখানে সব ভাষা ধর্মের মানুষ তাদের উৎসব করে।মানুষে মানুষে মেলবন্ধন ঘটে সেই উৎসবে।সাংসদ হয়েছি এক বছরও হয়নি।চেষ্টা করছি সব ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকার'।





Read More