PHOTOS

Rachana Banerjee: মাঝ আকাশে ভালোবাসায় মোড়া চিঠি, আবেগে ভাসলেন রচনা...

Rachana Banerjee: বড়পর্দা থেকে ছোটপর্দার রিয়ালিটি শোয়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর প্রেমিকের সংখ্যা যে একসময় নেহাত কম ছিল তাও নয়, তবে এখনও ভালোবাসায় ভাঁটা পড়েনি আর ফ্যানের সংখ্যা তো বরাবরই প্রচুর। প্রেমের সপ্তাহ শুরু হওয়ার মুখে সম্প্রতি ঘুরতে যাওয়ার পথে বিমানে  পেলেন ভালোবাসায় মোড়া চিঠি। 

Advertisement
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘুরতে যেতে ভালোবাসেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেরকমই ঘুরতে যাওয়ার পথে বিমানে পেলেন বড়সড় সারপ্রাইজ।   

2/7

বড়পর্দায় ঝড় তোলা অভিনেত্রী এখন দিদি নম্বর ওয়ানের হাত ধরে পৌঁছে গেছেন সকলের ড্রয়িং রুমে। এখনও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।   

3/7

বিমান যাত্রার পথে বেশ কিছু উপহার ও ভালোবাসায় আপ্লুত রচনা বন্দ্যোপাধ্যায়। ভালবাসা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন রচনা।  

4/7

বিমানে উঠে তিনি দেখেন সিটের উপর চিপ্‌স, চকোলেট বিস্কুট সাজানো রয়েছে। সঙ্গে একটি চিঠি। 

 

5/7

সেই চিঠিতে লেখা, ‘‘আমরা অত্যন্ত আনন্দিত যে মিস বন্দ্যোপাধ্যায় এই বিমান সফর করছেন। অল্প সময়ের জন্য হলেও আমরা খুশি এমন এক জন ভাল মনের মানুষের জন্য কিছু করতে পেরে। অনেক ভালবাসা, সম্মান, ভাল থাকবেন আপনি।’’

 

6/7

চিঠিটি লিখেছেন ওই ফ্লাইটের দুই বিমানসেবিকা। তাঁদের সঙ্গে ছবিও তুলেছেন রচনা। 

 

7/7

সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে রেশমি এবং রিজা নামের দু’জন বিমানসেবিকাকে সেই পোস্টে ট্যাগ করে রচনা লিখেছেন, ‘‘গোটা ঘটনাটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে।’’





Read More