Rachana Banerjee:চুঁচুড়ায় পুজো উদ্বোধন করতে এসে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, বলাগড়ের বন্যা দেখতে গিয়ে যে ওল তিনি কিনেছিলেন, সেই ওল খুব ভালো ছিল, একটুও গলায় ধরেনি।ট্রোল প্রসঙ্গে সাংসদ বলেন,আমি এগুলোকে আর কিছু মনেই করি না। ট্রোল হওয়া আমার কাছে একটা আনন্দের বিষয়। ট্রোল হওয়াটা পার্ট অফ লাইফ হয়ে গেছে।
বিধান সরকার: বলাগড়ের বন্যা দেখতে গিয়ে ওল কিনে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
বুধবার চুঁচুড়ায় পুজো উদ্বোধন করতে এসে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, সেই ওল খুব ভালো ছিল একটুও গলায ধরেনি।
রচনা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রথম হুগলিতে প্রচারে এসেছিলেন, সেদিন থেকেই তার বক্তব্য নিয়ে সমাজমাধ্যমে নানা রকম মিম তৈরি হওয়া শুরু হয়। তাকে ট্রোল করেন অনেকেই।
ট্রোল প্রসঙ্গে সাংসদ বলেন,আমি এগুলোকে আর কিছু মনেই করি না।
অভিনেত্রী আরও বলেন, ট্রোল হওয়া আমার কাছে একটা আনন্দের বিষয়। ট্রোল হওয়াটা পার্ট অফ লাইফ হয়ে গেছে।
চুঁচুড়া ফুলপুকুরে পুজো উদ্বোধনে এসে রচনা বলেন,পুজোয় আনন্দ করব।
পুজোয় খাওয়া দাওয়ার প্ল্যান সম্পর্কে রচনা বলেন, 'লুচি আর খিচুরি খেয়ে ওজন বাড়ানোর জন্য তৈরি হয়ে আছি'।
এদিন চুঁচুড়ায় তিনটি পুজোর উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায়।