PHOTOS

Rachna Banerjee: 'আগামীতে বড় ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাবেন, তাই...', যোগ দিবসে বিরোধিদের বার্তা রচনার...

Rachana Banerjee on International Yoga Day: বিরোধী যারা তাদেরও শরীর সুস্থ রাখতে হবে তাই যোগাসন করতে বললেন সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির তৃনমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ায় এক অনুষ্ঠানে এসে বললেন,সুস্থ থাকুন যোগাসন করুন।

Advertisement
1/6
যোগদিবসে রচনার বার্তা
যোগদিবসে রচনার বার্তা

বিধান সরকার: আজ বিশ্ব যোগ দিবস।হুগলির তৃনমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ায় এক অনুষ্ঠানে এসে বললেন,সুস্থ থাকুন যোগাসন করুন।

 

2/6
যোগদিবসে রচনার বার্তা
যোগদিবসে রচনার বার্তা

প্রতিদিন একটা ঘন্টা দিন, যতদিন বাঁচবেন ততদিন সুস্থ ভাবে বাঁচুন। এটা ভীষণ দরকার, বললেন রচনা বন্দ্যোপাধ্যায়।

 

3/6
যোগদিবসে রচনার বার্তা
যোগদিবসে রচনার বার্তা

সাংসদ আরও বলেন, 'আমি তো যোগা করে আপনাদের দেখাতে পারছি না কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ থাকে।এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই ভালো।আমি নিজে যোগা করি তাই বলতে পারছি'।

 

4/6
যোগদিবসে রচনার বার্তা
যোগদিবসে রচনার বার্তা

শনিবার চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপি হুগলী সাংগঠনিক জেলার পক্ষ থেকে যোগ দিবস পালন করা হয়। তার ঢিল ছড়া দূরত্বে চুঁচুড়া মাঠেও বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে হয় যোগ দিবস।

 

5/6
যোগদিবসে রচনার বার্তা
যোগদিবসে রচনার বার্তা

সেই প্রসঙ্গে রচনা বলেন,'যোগ দিবসে যদি ভিন্নমত পোষণ করেন তাহলে কিছু বলার নেই।যোগ সবাই করতে পারেন এটা নিয়ে দলীয় বিভাজন করা উচিত নয়'।

 

6/6
যোগদিবসে রচনার বার্তা
যোগদিবসে রচনার বার্তা

রচনা আরও বলেন, 'তারা যদি মনে করেন তারা সুস্থ থাকতে চান, তাদেরও সুস্থ থাকা দরকার।কারণ আগামী দিনে তারা বড় ঝঞ্জাটের মধ্যে দিয়ে যাবেন তো তাই তাদের সুস্থ থাকা দরকার'।





Read More