PHOTOS

Rachna Banerjee: শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার! 'খেলা হবে' স্লোগান দিয়ে জননী আলয় উদ্বোধন সাংসদের...

Rachana Banerjee: খেলা হবে স্লোগান দিয়ে শৈশবের স্মৃতি উসকে দিলেন দিদি নাম্বার ওয়ান। পান্ডুয়ায় শিশুদের জন্য জননী আলয় উদ্বোধন করলেন হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

 

Advertisement
1/6
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পান্ডুয়ার  তেলিপাড়া মোড় সংলগ্ন এলাকায় জননী আলয় এর উদ্বোধন করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় এদিন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ২০২৩ -২৪  অর্থ বর্ষের পঞ্চদশ অর্থকমিশনের ৭ লক্ষ ৩৯ হাজার ৯৮১ টাকা ব্যয়ে এই জননী আলয় তৈরি হয়েছে।  

 

2/6
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই জননী আলয় তৈরি করেছে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত। যেখানে কোন মায়েরা বাচ্চা নিয়ে রাস্তায় বেরোলে যদি কোন সমস্যায় পড়ে জননী আলয়ে গিয়ে তারা বিশ্রাম নিতে পারবে। সেখানে শিশুদের জন্য বিভিন্ন রকম খেলার সামগ্রী ও রাখা রয়েছে।

 

3/6
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার

ছবি ছড়া লেখা আছে।সেই ঘরের ফিতে কেটে উদ্বোধন করেন রচনা।পরে তিনি হাতে ফুটবল ও খেলার সামগ্রী তুলে নেন। স্লোগান দেন জয় বাংলা, খেলা হবে।

 

4/6
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার

রচনা বলেন, এটা দারুণ একটা প্রয়াস। যেখানে মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে বসতে পারবে। সকলের মিলিত প্রচেষ্টায় এই কাজ করা হয়েছে। আগামী দিনে এই জায়গাটাকে যেন আরো ভালো করে সাজিয়ে তোলা হয় সেটাও আমরা দেখব। মহিলাদের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় রয়েছেন।

 

5/6
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার

বাচ্চাদের সরঞ্জাম নিয়ে খেলা প্রসঙ্গে রচন বলেন, এখানে বাচ্চাদের প্রচুর খেলনা রয়েছে। এখানে আমার ছোটবেলা এবং আমার ছেলের ছোটবেলার কথা মনে পড়ল। এখন সে অনেক বড় হয়ে গেছে। খেলা দেখে মনে পড়ছিল মন এখনো শিশু সুলভ রয়েছে।

 

6/6
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার
শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার

 জননী আলয়ের  পাশাপাশি এদিন তেলিপাড়া সংলগ্ন এলাকায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন সাংসদ। সেখানে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস, বিধায়ক রত্না দে নাগ পান্ডুয়ার BMOH ডক্টর মঞ্জুর আলম সহ বিশিষ্টরা।





Read More