বিধান সরকার: হুগলির পান্ডুয়ার কলবাজারে এদিন ঈদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
হুগলির সাংসদ বলেন, "গতবার প্রার্থী ছিলাম এবার সাংসদ হয়ে পান্ডুয়াতে এসেছি। পান্ডুয়ার মানুষ আমাকে সমর্থন করেছেন। কাছে ডেকে নিয়েছেন। তাই তাঁদের পাশে থাকব সবসময়।"
একইসঙ্গে রচনা বলেন, "ধর্ম জাতিভেদ ইত্যাদি রাজনীতির মঞ্চে আসা উচিত বলে মনে করি না। আমরা মানুষ একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। দলের নেত্রীও সেই কথাই বলে এসেছেন সবসময়। আমরাও সেই মতো চলি।"
রচনার স্পষ্ট চ্যালেঞ্জ, "আমরা জানি আমরা পশ্চিমবঙ্গর জন্য কী করছি, আগামী দিনে কী কাজ করব। কে কী করল, কে কী বলল সেসব নিয়ে ভাবি না। বলিও না।"
রাজনীতির ময়দানে আসার পর থেকে নজর কেড়েছে রচনার পোশাক থেকে স্টাইল স্টেটমেন্টও।
আজ খুশির ঈদে অফ হোয়াইট চুড়িদার-ওড়না বেছে নিয়েছিলেন রচনা।
যা নিয়ে অভিনেত্রী সাংসদের বক্তব্য, "আজকে পবিত্র ঈদের দিন। আজকে সাদা পড়ব না তো কবে পড়ব।"
উল্লেখ্য, এর আগে ত্রিবেণী কুম্ভ মেলায় গেরুয়া পোশাকে গিয়ে সাংসদ বলেছিলেন তিনি কালার থেরাপি করেন। দিন দেখে পোশাকের রং ঠিক করেন।