PHOTOS

Rapper Raftaar Wedding: ডিভোর্স মানেই শেষ নয়! পুরনো প্রেম ফিরিয়ে এনে ফের বিয়ে Rapper রাফতারের...

Rapper Raftaar Wedding: র‌্যাপার রাফতার বিবাহ বিচ্ছেদের  ৫ বছর পর নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মনরাজ জওয়ান্দার সঙ্গে।

Advertisement
1/6

র‌্যাপার রাফতার তার দীর্ঘদিনের প্রেমিক মনরাজ জওয়ান্দাকে বিয়ে করে, তাঁরা তাঁদের জীবনের একটি নতুন পর্ব শুরু করলেন। তাঁদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দম্পতির পরিবারের সদস্যরা এবং তাদের বন্ধুরা। তাঁদের বিশেষ দিনের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোষ্ট হয়।

2/6

তাঁদের সঙ্গীত উদযাপনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। ভিডিয়োতে, রাফতারকে তার বর্তমান স্ত্রী মানরাজের সাথে নাচতে দেখা গেছে। পাশাপাশি আরও একটি ভিডিয়ো পোষ্ট হয়েছে মনরাজের মেহেন্দি অনুষ্ঠানের। যা তাঁদের বিবাহকে ঘিরে নেটিজেনদের মধ্যে বেশ উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে।

3/6

বিয়ের  দিন দুজনকেই দক্ষিন ভারতের ঐতিহ্যবাহী পোশাকের সাজে ভীষন সুন্দর দেখাচ্ছিল। একজন এক্সে তাদের বিয়ের স্ন্যাপশট শেয়ার করে, তাদের বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'তাঁরা যেন সকল কুনজর থেকে রক্ষা পায়।'

4/6

মনরাজ জওয়ান্দা হলেন ফ্যাশন স্টাইলিস্ট এবং অভিনেত্রীও। তাঁর জন্ম এবং বড় হয়ে ওঠা কলকাতাতেই। স্নাতক সম্পন্ন করার পর তিনি মুম্বইয়ে এফএডি ইন্টারন্যাশনালে প্রফেশনাল স্টাইলিং কোর্স করেন। মনরাজ তাঁর ওয়েবসাইটে লিখে রেখেছেন ফ্যাশন তাঁর কাছে সবসমই প্যাশন।

5/6

কয়েক বছর মনরাজ এন্টারটেনমেন্ট ইন্ডাসট্রিতে কাজ করেছেন, পাশাপাশি রাফতারের সাথে বেশ কয়েকটি মিউজিক ভিডিয়োতেও সহযোগিতা করেন যেমন, কালি কার, ঘানা কাসুতা এবং শ্রিংগার ইত্যাদি। তিনি একজন স্টাইলিস্ট হিসাবে বিভিন্ন রিয়েলিটি টিভি শো, সঙ্গীত প্রযোজনা এবং টেলিভিশন বিজ্ঞাপনগুলিতেও অবদান রেখেছেন।

6/6

রাফতারের আগে কোমল ভোহরার সাথে বিয়ে করেছিলেন, কিন্তু এই জুটি বিয়ের চার বছর পর অর্থাত্‍ ২০২০ সালেই তাঁদের সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে রাফতার এমটিভি হাস্টল সিজন ৪-এ একজন বিচারক পাশাপাশি তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতেও। এছাড়াও তিনি জনপ্রিয় রিয়েলিটি শো এমটিভি রোডিজে একজন পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন।





Read More