PHOTOS

চুলের মুঠি ধরে হেঁচড়ে নিয়ে লাথি মারা শুরু করেন রাহুল, ভয়ঙ্কর অভিযোগ ডিম্পির

Advertisement
1/7
pic7
pic7
প্রথম স্ত্রী শ্বেতা সিং-এর সঙ্গে বিচ্ছেদের পর 'রাহুল দুলহানিয়া লে জায়েঙ্গে' নামে একটি রিয়েলিটি শো থেকে কলকাতার ডিম্পিকে বিয়ে করেন প্রমোদ মহাজনের ছেলে। বিয়ের পর মারধরের অভিযোগ করে রাহুলের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন ডিম্পি।  বিচ্ছেদের পর ব্যবসায়ী রোহিত রায়কে আবার সংসার করছেন কলকাতার মেয়ে। অন্যদিকে, ডিম্পির সঙ্গে বিচ্ছেদের পর এবার কাজাকস্থানের মডেল নাতালিয়াকে বিয়ে করেন রাহুল মহাজন 
2/7
pic6
pic6

ডিম্পির সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর প্রায় ৩ বছর পর ফের মালাবদল করে নতুন বউ ঘরে আনলেন রাহুল মহাজন 

3/7
pic5
pic5

ডিম্পির সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাহুল মহাজন, কিন্তু শেষ পর্যন্ত কলকাতার এই মডেল-কন্যার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর ছেলের বিয়ে টেকেনি 

4/7
pic4
pic4

রাহুল মহাজনের অভিযোগে তিতিবিরক্ত হয়ে ভোর চারটে নাগদ বাড়ি ছাড়েন ডিম্পি, ওই সময় তাঁর এক বন্ধু তাঁকে থানায় নিয়ে যান বলেও জানা যায়, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাহুল  

5/7
pic3
pic3

রাহুল তাঁকে চুলের মুঠি ধরে মারধর করত, লাথিও মারতেন, পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী 

6/7
pic2
pic2

রিয়েলিটি শো-এর পরই কলকতার মডেল কন্যা ডিম্পির সঙ্গে সংসার শুরু করেন রাহুল মহাজন 

7/7
pic1
pic1

একটি রিয়েলিটি শো-এর মঞ্চ থেকেই পরিচয় হয় রাহুল-ডিম্পির





Read More