ডিম্পির সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর প্রায় ৩ বছর পর ফের মালাবদল করে নতুন বউ ঘরে আনলেন রাহুল মহাজন
ডিম্পির সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাহুল মহাজন, কিন্তু শেষ পর্যন্ত কলকাতার এই মডেল-কন্যার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর ছেলের বিয়ে টেকেনি
রাহুল মহাজনের অভিযোগে তিতিবিরক্ত হয়ে ভোর চারটে নাগদ বাড়ি ছাড়েন ডিম্পি, ওই সময় তাঁর এক বন্ধু তাঁকে থানায় নিয়ে যান বলেও জানা যায়, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাহুল
রাহুল তাঁকে চুলের মুঠি ধরে মারধর করত, লাথিও মারতেন, পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী
রিয়েলিটি শো-এর পরই কলকতার মডেল কন্যা ডিম্পির সঙ্গে সংসার শুরু করেন রাহুল মহাজন
একটি রিয়েলিটি শো-এর মঞ্চ থেকেই পরিচয় হয় রাহুল-ডিম্পির