West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা ধাপে ধাপে কমবে। শনিবার থেকে শুষ্ক ও লু এর মতো গরম হাওয়া বেশি থাকবে জেলায় জেলায়। আজ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে।
অয়ন ঘোষাল: নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ১০ই জুন। ১২ই জুন বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না। বরং বৃষ্টির সম্ভাবনা ধাপে ধাপে কমবে।
আজ থেকে তাপমাত্রা বাড়বে। গরম ও আর্দ্র আবহাওয়া বেশ কয়েকটি জেলায়। আগামী ৩-৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
কাল শনিবার থেকে শুষ্ক ও লু এর মতো গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। অন্যান্য জেলাতে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্প জনিত অস্বস্তিকর গরম থাকবে।
আজ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
অনুকূল পরিস্থিতি না পেয়ে রাজ্যে ঢুকেই দুর্বল মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখাও ক্রমশ দুর্বল হচ্ছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় গরম হওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে।
ছোট নাগপুরের অক্ষরেখা বলয় তেমন ভাবে শক্তি বৃদ্ধি করতে না পারায় কার্যত অবাধে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুষ্ক লু এর মতো গরম বাতাসের প্রভাব বাড়ছে।