PHOTOS

Yuvaan: কেক কেটে পরিবারের সঙ্গেই ছেলের প্রথম জন্মদিন সেলিব্রেশন Raj-Subhashree-র

Advertisement
1/8
জন্মদিনের শুভেচ্ছা
জন্মদিনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন: রবিবার এক বছর পূর্ণ করল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই খুদেকে শুভেচ্ছা জানান অনেকেই। ছেলেকে নিয়ে এইদিন আবেগঘন পোস্ট করেছিলেন তার বাবা-মা। 

2/8
জন্মদিনের কেক
জন্মদিনের কেক

ইউভানের জন্মদিনের কেক ছিল নজরকাড়া। আকাশী সাদা রঙের কেকে ছিল ছোট ছোট খেলনা। 

3/8
খোশমেজাজে
খোশমেজাজে

বাবা মার সঙ্গে কেক কেটেছে ইউভান। কাছের মানুষদের পাশে পেয়ে জন্মদিনে খোশমেজাজে ক্যামেরাবন্দি হল ছোট্ট ইউভান। 

4/8
পছন্দের কেক
পছন্দের কেক

কেকের উপর এতো খেলনা দেখে সেগুতো ছুঁতে চাওয়ার চেষ্টা একরত্তির। জন্মদিনে ফ্রেমবন্দি করা হয়েছে সেই মজার মুহূর্ত । 

5/8
রাধা কৃষ্ণের আরতি
রাধা কৃষ্ণের আরতি

ছেলের জন্মদিন উপলক্ষ্যে বাড়িতে রাধা কৃষ্ণের পুজোর আয়োজন করেছিলেন রাজ-শুভশ্রী। এদিন ছেলেকে সঙ্গে নিয়েই রাধা-কৃষ্ণের আরতি করলেন তাঁরা। 

6/8
রাজ-শুভশ্রী
রাজ-শুভশ্রী

ছেলের জন্মদিনে ধুতি পাঞ্জাবিতে দেখা গেল রাজ চক্রবর্তীকে। শুভশ্রীর পরনে ছিল কুর্তি। 

7/8
পরিবারের সঙ্গে
পরিবারের সঙ্গে

ইউভানের জন্মদিনে হাজির ছিল মাসি দেবশ্রী সহ তার পরিবারের সদস্যরা। 

8/8
বন্ধু বান্ধব
বন্ধু বান্ধব

তবে শুধু পরিবারের সদস্যই নয়, উপস্থিত ছিলেন রাজ-শুভশ্রীর কাছের বন্ধুরাও। 





Read More