ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার অপেক্ষা রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণার। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী হতে পারেন রাজ চক্রবর্তী। বরাবরই তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে পরিচিত রাজ। গত ২৪ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।
সম্প্রতি বিজেপির সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন সায়নী ঘোষ। সায়নীকে যৌনকর্মী বলেও আক্রমণ করতে ছাড়েননি বিজেপি নেতা সৌমিত্র খাঁ। যদিও এবিয়ে দলের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন শমীক ভট্টাচার্য। তবে এই লড়াইয়ে সায়নী ঘোষ পাশে পান মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এর পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দেন সায়নী। সূত্রের খবর সায়নীকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস।
গত ২৪ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানলপের সভায় তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক সুদেষ্ণা রায়। সূত্রের খবর তাঁকেও প্রার্থী করতে পারে তৃণমূল।
প্রার্থী হতে পারেন শিক্ষাবিদ্ অনন্যা চক্রবর্তী, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানলপের সভায় তৃণমূলে যোগ দিয়েছেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।