PHOTOS

বক্সঅফিসে অক্ষয়, রজনীর হুঙ্কার, ২.০ হেলায় পার করল ৫০০ কোটি

Advertisement
1/10
pic10
pic10

২.০ মুক্তি পাওয়ার দিনই ১০০ কোটির ব্যবসা করে, এরপর মাত্র ৬ দিনে গোটা বিশ্বজুড়ে ৫০০ কোটির ব্যবসা করে রজনীকান্ত এবং অক্ষয় কুমারের এই সিনেমা, ফলে 'বাহুবলি টু'-এর পর সর্বকালীন রেকর্ড গড়ল রজনী, অক্ষয়ের ২.০, যা নিয়ে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা 

2/10
pic9
pic9

গত বৃহস্পতিবার মুক্তি পায় ২.০, রজনীকান্ত এবং অক্ষয় কুমারের এই সিনেমায় রয়েছে ভিএফএক্সের চোখ ধাঁধানো কারিকুরি 

3/10
pic8
pic8

২.০ বিশ্ব জুড়ে যে ব্যবসা শুরু করেছে, সে বিষয়ে ইতিমধ্যেই টুইট করে জানিয়েছেন রমেশ বালা 

4/10
pic7
pic7

মুক্তির প্রথম সপ্তাহেই ব্লকবাস্টার অক্ষয় কুমার এবং রজনীকান্তের এই সিনেমা 

5/10
pic6
pic6

২.০-তে প্রথমে ঐশ্বর্য রাই বচ্চনের কথা ভাবা হলেও, পড়ে সেখানে জায়গা করে নেন এমি জ্যাকসন 

6/10
pic5
pic5

২.০-তে ভিলেনের ভূমিকায় অভিনয় করলেও, আক্কি-কে নিয়ে খুশি তাঁর ভক্তরা 

7/10
pic4
pic4

২.০-তে রজনীকান্তের বিপরীতে ভিলেন হলেও, অক্ষয় কুমারের দাপট এবং সুক্ষ্ম অভিনয় গোটা সিনেমা জুড়ে অব্যাহত 

8/10
pic3
pic3

মুক্তির পর মাত্র ৬ দিনেই ৫০০ কোটির ব্যবসা পার করে ফেলল রজনীকান্তের এই সিনেমা 

9/10
pic2
pic2

ভারতের পাশাপাশি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে দাপিয়ে ব্যবসা করছে ২.০, মার্কিন মুলুকের বাজারেও নিজের রং দেখাতে শুরু করেছে এই সিনেমা 

10/10
pic1
pic1

অক্ষয় কুমার এবং এমি জ্যাকসনের প্রথম সিনেমা এই ২.০, যা ৫০০ কোটির বাজার ছুঁয়ে ফেলল 





Read More