Rajkummar Rao-Patralekhaa: বিয়ের ৩ বছর পর সুখবর দিলেন রাজকুমার রাও ও পত্রলেখা। সেই খবরে হাঁফ ছেড়ে বাঁচলেন পরিচালক ফারহা খান। কিন্তু কেন একথা লিখলেন পরিচালক?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দাদার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। আপাতত মুক্তির অপেক্ষায় মালিক। চুটিয়ে প্রচার সারছেন রাজকুমার রাও। এরই মাঝে সুখবর দিলেন অভিনেতা।
১১ বছর বাঙালি অভিনেত্রী পত্রলেখার সঙ্গে প্রেম, সেই প্রেম বিয়েতে পরিণতি পায় ২০২১ সালের নভেম্বরে। এবার পরিবারে আসছে নতুন অতিথি।
বাঙালি পত্রলেখাকে বিয়ে করে ভালোই বাংলা শিখেছেন রাজকুমার। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকের বাংলা প্রশ্ন সবার জন্য হিন্দিতে অনুবাদ করে মন জিতে নিয়েছেন বাংলার জামাই।
বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করেছেন রাজকুমার ও পত্রলেখা। সেই কার্ডেই লেখা, সন্তান আসছে। ক্যাপশনে লেখা, 'উচ্ছ্বসিত'।
ঠিক কবে বাবা-মা হবেন তাঁরা, সে কথা অবশ্য এখনও জানাননি তাঁরা। রাজকুমার ও পত্রলেখাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকারা।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফারহা খানের মন্তব্য। পরিচালক লেখেন, 'অবশেষে খবরটা বেরোল। আমার পেটে এই খবর রাখা শক্ত হয়ে উঠেছিল। শুভেচ্ছা।'
হবু মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন, আরেক হবু মা কিয়ারা আডবানী। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর, সোহা আলি খান, দিয়া মির্জা, সোনাক্ষী সিনহা, এশা গুপ্তা, ভূমি পেডনেকর, মানুসী চিল্লার থেকে হুমা কুরেশী।
প্রথমবার এক বিজ্ঞাপনে পত্রলেখাকে দেখেই প্রেমে পড়েছিলেন রাজকুমার। তবে প্রথম সাক্ষাত্ হয় দিবাকর বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘লাভ সেক্স আউর ধোঁকা’ সিনেমায়।
পত্রলেখাও জানান যে তিনি পর্দাতেই প্রথম দেখেন রাজকুমার রাওকে। তবে এক শ্যুটিংয়ের সেট থেকেই শুরু তাঁদের প্রেম পর্ব।