PHOTOS

Raju Srivastava funeral : পঞ্চভূতে বিলীন রাজু শ্রীবাস্তব, শেষকৃত্য চলাকালীন কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

Advertisement
1/8
দিল্লির বাড়িতে শায়িত ছিল দেহ
দিল্লির বাড়িতে শায়িত ছিল দেহ

শেষযাত্রায় 'গজধর ভাইয়া'। মৃত্যুর পর বুধবারই রাজুর পরিবারের হাতে কমেডিয়ানের দেহ তুলে দেওয়া হয়েছিল। এরপর তার দিল্লির বাড়িতে শায়িত ছিল কমেডিয়ানের দেহ। 

2/8
রাজুর শেষকৃত্য
রাজুর শেষকৃত্য

বৃহস্পতিবার দিল্লির নিগামবোধ ঘাটে রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য সম্পন্ন হয়। 

3/8
মুখাগ্নি করেন ছেলে
মুখাগ্নি করেন ছেলে

রাজু শ্রীবাস্তবের মুখাগ্নি করেন তাঁর ছেলে আয়ুষ্মান শ্রীবাস্তব এবং ভাই দীপু। 

4/8
'যেতে নাহি দিব'
'যেতে নাহি দিব'

স্বামী রাজু শ্রীবাস্তবকে বিদায় দিতে নারাজ স্ত্রী শিখা। 

5/8
রাজুর স্ত্রী ও ছেলে
রাজুর স্ত্রী ও ছেলে

রাজুর মৃতদেহের সামনে ভেঙে পড়েন স্ত্রী শিখা এবং ছেলে আয়ুষ্মান শ্রীবাস্তব। 

6/8
পরিচালক মধুর ভান্ডরকর
পরিচালক মধুর ভান্ডরকর

রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মধুর ভান্ডরকর।

7/8
রাজুর শেষকৃত্যে তাঁর পরিবার
রাজুর শেষকৃত্যে তাঁর পরিবার

রাজুকে শেষ বিদায়, কৌতুকশিল্পীর শেষকৃত্যের সময় উপস্থিত তাঁর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।

8/8
এহসান কুরেশি
এহসান কুরেশি

এদিন এহসান কুরেশিকেও শ্মশানে দেখা যায়। তার এবং রাজুর মধ্যে ১৭ বছরের বন্ধুত্ব ছিল।





Read More