নিজস্ব প্রতিবেদন: দীপাবলির আগে কলকাতায় হাজির রাখি সাওয়ান্ত। শহরের এক পাঁচতারা হোটেলে বাঙালি কনের সাজে ফটোশুট সারলেন অভিনেতা।
বাঙালি সাজে অভিনেতাকে মানিয়েছে বেশ। লাল বেনারসি, সোনার গয়নায় নজর কাড়লেন রাখি। তবে কী শুধুমাত্রই ফটোশুটে কলকাতায় এসেছেন তিনি, না এক্কেবারেই নয়।
আসলে ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামের কালীপুজো উদ্বোধনে হাজির হয়েছিলেন রাখি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মদন মিত্র।
রাখিকে বাঙালি কন্যা বলে সম্বোধন করেন মদন মিত্র। পাশাপাশি তিনি জানান যে ভবানীপুরে একটি নয় দুটি পুজোর উদ্বোধনে উপস্থিত হবেন রাখি সাওয়ান্ত ও মদন মিত্র।
এছাড়াও বুধবার মাতৃদর্শনে দক্ষিনেশ্বর মন্দিরেও যাবেন রাখি সাওয়ান্ত। সঙ্গে থাকবেন মদন মিত্র।
মঙ্গলবারই শহরে পা রেখেছেন রাখি। এদিন বড়বাজারের একটি পুজো উদ্বোধন করেন তিনি। কালো ওয়েস্টার্ন পোশাকে হাজির হয়েছিলেন তিনি।