PHOTOS

Rakul Preet Singh: প্রেমিক জ্যাকি ভাগনানিকে বিয়ে করছেন রাকুল প্রীত সিং!

Advertisement
1/6
যুগলে
যুগলে

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই জন্মদিনে জ্যাকি ভাগনানির সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রাকুল প্রীত সিং। 

2/6
সাফ জবাব
সাফ জবাব

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নিজের বিয়ে নিয়ে মুখ খোলেন অভিনেতা। বলিউডে এখন বিয়ের মরসুম, কবে বিয়ে করার পরিকল্পনা রয়েছে নায়িকা। সেই প্রশ্নের উত্তরে সাফ জবাব নায়িকার। 

3/6
বিয়ের পরিকল্পনা
বিয়ের পরিকল্পনা

তিনি জানান, যখনই বিয়ে করবেন তখন বাকি সব কিছুর মতোই সেই কথা তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করবেন নায়িকা। 

4/6
কানাঘুষো
কানাঘুষো

আপাতত নিজের কেরিয়ারেই ফোকাস রাখতে চান তিনি। তবে বলিউডে জোর গুঞ্জন, বিয়ের পরিকল্পনা করছে এই জুটি। 

5/6
'ডক্টর জি'
'ডক্টর জি'

আগামী বছর মুক্তি পেতে চলেছে তাঁর দুটি ছবি। ১৭ জুন মুক্তি পাবে 'ডক্টর জি'। তাঁর বিপরীতে থাকবেন আয়ুষ্মান খুরাণা। 

6/6
'থ্যাংক গড'
'থ্যাংক গড'

আগামী বছর জুলাইয়ে মুক্তি পাবে 'থ্যাংক গড'। সেই ছবিতে রাকুলের সঙ্গে রয়েছেন অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্রা। 





Read More