চরিত্রহীন-এর কিরণময়ীকে মনে আছে তো! এবার সেই পর্দার কিরণময়ীকে দেখা যাবে পরিচালক রাম গোপাল ভর্মার ছবিতে
রাম গোপাল বর্মার ডেঞ্জারাস-এ এবার অভিনয় করছেন নয়না গাঙ্গুলী। সম্প্রতি গোয়ায় গিয়ে শ্যুটিং করেন নয়না
এই ছবিতে দুই নারীর ভালবাসাকে তুলে ধরা হচ্ছে। নয়নার সঙ্গে ডেঞ্জারাস-এ অভিনয় করছেন অপসরা রানি
ভারতের প্রথম লেসবিয়ান ক্রাইম থ্রিলার হল ডেঞ্জারাস। এমনই দাবি করেন পরিচালক
Celebrating the end of DANGEROUS shoot with the dangerous girls Naina Ganguly and Apsara Rani at CURLIES in GOA pic.twitter.com/5h84P0zXJk
— Ram Gopal Varma (@RGVzoomin) October 11, 2020
দুই মহিলার ভালবাসাকেই এই ছবির মাধ্যমে তুলে ধরা হচ্ছে বলে জানান পরিচালক