PHOTOS

Ayodhya Ram Mandir: গত ৫ বছরে সরকারকে কত টাকা ট্যাক্স দিল রাম মন্দির, অঙ্কটা জানলে চোখ কপালে উঠবে

Advertisement
1/5
রামমন্দির
রামমন্দির

বিশাল ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল অযোধ্যার রাম মন্দির। অযোধ্যাকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে ঢেলে সাজানো হয়েছে শহরের একটি বিরাট অংশ। তৈরি হয়েছে বিমানবন্দরও। মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই প্রচুর পুণ্যার্থীর আগমন হচ্ছে অযোধ্যায়। তাতে আয় বাড়ছে রাজ্য সরকার ও মন্দির কমিটির। কিন্তু সরকারকে কত ট্যাক্স দিল মন্দির কমিটি? এর একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

 

2/5
ট্যাক্সের পরিমাণ
ট্যাক্সের পরিমাণ

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন গত ৫ বছরে ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাম মন্দির ট্রাস্ট কর হিসেবে সরকারের ঘরে জমা দিয়েছে ৪০০ কোটি টাকা।

3/5
কোন কর কত
কোন কর কত

ওই বিপুল করের মধ্যে ২৭৩ কোটি টাকা দেওয়া হয়েছে জিএসটি হিসেবে। পাশাপাশি ১৩০ কোটি টাকা দেওয়া হয়েছে অন্যান্য ট্যাক্স হিসেবে।

4/5
অযোধ্যা
অযোধ্যা

চম্পত রাই জানিয়েছেন অযোধ্যায় পুণ্যার্থীদের সংখ্যা বাড়ছে। এতে শহরের মানুষের আয়ের রাস্তাও খুলছে। কুম্ভ মেলার সময়ে অযোধ্যায় এসেছিলেন ১.৬ কোটি পুণ্যার্থী।

 

5/5
পর্যটক সংখ্যা
পর্যটক সংখ্যা

গত বছর অযোধ্যায় এসেছিলেন ১৬ কোটি পর্যটক। এদের মধ্যে ৫ কোটি মানুষ এসেছিলেন রাম মন্দিরে।





Read More