Ram Mandir Surya Tilak Ceremony 2025: আজ ঠিক দুপুর ১২টায় সূর্যরশ্মি এসে পড়ল রামলালার কপালে। প্রায় ৬ মিনিট কাল ঐশ্বরিক ওই দৃশ্যের স্বাক্ষী থাকল অয্যোধার রামমন্দির।
রামের জন্মদিন রামনবমী। দিনটি যথোচিত মর্যাদায় পালিত হল উত্তর প্রদেশ জুড়ে। হাজার হাজার ভক্ত রামমন্দিরে সমবেত হয়েছেন।
আর এই ভক্তদের সকলের নজর সূর্যতিলকের দিকে। ভারতীয় বিজ্ঞানীরা স্বয়ং এই সূর্যতিলকের পরিকল্পনা বাস্তবায়িত করেন। এটি সম্পন্ন করেছেন রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (CBRI)-এর বিজ্ঞানীরা।
কী ভাবে? লেন্স-বেসড একটি যন্ত্রে আয়না যুক্ত করা আছে। এই যন্ত্রটির মধ্যে দিয়েই সূর্যের রশ্মি আসে। এমন ভাবে আলোটি এসে রামলালার কপালে পড়ে যাতে মনে হয়, আলোটি যেন রামের কপালে তিলক এঁকে দিচ্ছে!
প্রতি বছর রামনবমীর দিনে বেলা ঠিক বারোটার সময়ে ৬ মিনিট ধরে রামলালার কপালে সূর্যের কিরণ এসে পড়ে!
প্রসঙ্গত এই সূর্যের কিরণ এসে পড়ার বিষয়টা কিছু কিছু জৈন মন্দিরেও ঘটে। আর ওডিশার কোনার্কেও বিষয়টি খুবই চর্চিত। তবে, CBRI-এর বিজ্ঞানীরা বলেছেন, রামমন্দিরের সূর্যতিলকের মেকানিজম সম্পূর্ণ আলাদা।
সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটায় রামের অভিষেক
সাড়ে ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্দা ফেলা থাকে
১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট আবরণ সরে যায়, রামলালাকে ভোগদান
এরপর ঠিক ১২টায় সূর্যতিলক। রামের প্রতীকী জন্ম