PHOTOS

কেউ জানতে পারল না! চুপচাপ প্যারোলে জেল থেকে বেরিয়ে ঘুরে এলেন রাম-রহিম

Advertisement
1/5

কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না। গুরমিত রাম-রহিম জেল থেকে একদিনের প্যারোলে বেরিয়ে ঘুরে এলেন। হত্যা, ধর্ষণ থেকে শুরু করে একাধিক মামলায় অভিযুক্ত রাম-রহিম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

 

2/5

রাম-রহিম রয়েছেন রোহতকের সুনরিয়া জেলে। ২৪ অক্টোবর একদিনের প্যারোলে বেরিয়ে তিনি মায়ের কাছে গিয়েছিলেন। রাম-রহিমের মা অসুস্থ ছিলেন।

 

3/5

গুরুগ্রামের এক হাসপাতালে ভর্তি ছিলেন রাম রহিমের মা। রোহতকের জেল থেকে তাঁকে বিশাল পুলিসবাহিনী মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে নিয়ে যায়। 

 

4/5

২৪ অক্টোবর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মায়ের সঙ্গেই ছিলেন রাম রহিম। যে ফ্লোর-এ রাম রহিমের মা ছিলেন সেটি পুরোপুরি খালি করে দেয় পুলিস। তার পর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সেই হাসপাতাল।

 

5/5

জেলার-এর কাছে একদিনের প্যারোলের জন্য আবেদন করেছিলেন রাম রহিম। ২৪ অক্টোবর সন্ধ্যের মধ্যে তাঁকে আবার জেলে ফিরিয়ে আনা হয়েছিল।





Read More