PHOTOS

Ramandeep Singh: উড়ন্ত নাইটের অবিশ্বাস্য ক্যাচ! ঘোর কাটছে না নেটপাড়ার, না দেখলে এখনই দেখুন...

India A vs Pakistan A: বেশ খানিকটা দৌড়ে এসে শরীর ছুঁড়ে দেন রমনদীপ সিং। এক হাতে ডাইভ দিয়ে ক্যাচ নেন। 

Advertisement
1/6
রমনদীপ
রমনদীপ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: উফ... এ যেন অবিশ্বাস্য ক্যাচ! ইমারজিং এশিয়া কাপে পাকিস্তান এ দলের বিরুদ্ধে বাজপাখির মত উড়ে ক্যাচ নিলেন রমনদীপ সিংহ। 

 

2/6
রমনদীপ
রমনদীপ

পাকিস্তানের ওপেনার ইয়াসির খান নবম ওভারের প্রথম বলে একটি বড় শট খেলতে যান। নিশান্ত সান্ধুর বলে মারা সেই শট লেগ সাইডে বাউন্ডারির দিকেই যায়। বেশ খানিকটা দৌড়ে এসে শরীর ছুঁড়ে দেন রমনদীপ সিং। এক হাতে ডাইভ দিয়ে ক্যাচ নেন। 

3/6
রমনদীপ
রমনদীপ

তাঁর দুরন্ত ক্যাচ নজর কাড়ল সবার। ফিটনেস ও ফিল্ডিং দক্ষতার প্রমাণ দিয়ে ফের নজর কাড়লেন তিনি। 

4/6
রমনদীপ
রমনদীপ

রমনদীপ সিংয়ের এমন দুরন্ত ফিল্ডিং দেখে অবাক হয়ে যান ভারত এবং পাকিস্তান ক্রিকেটাররা। বাউন্ডারিকে উইকেটে রূপান্তরিত করে উদ্‌যাপনে মাতেন এই অলরাউন্ডার।

5/6
রমনদীপ
রমনদীপ

ক্যাচ দেখে অবাক তাবড় তাবড় ক্রিকেট তারকারা। দীনেশ কার্ত্তিক লিখেছেন, 'কোনো ভারতীয়ের নেওয়া সর্বকালের অন্যতম সেরা ক্যাচ। আমি বাক্যহারা।' 

6/6
রমনদীপ
রমনদীপ

তবেই এটাই প্রথম নয়। ২০২৪ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অবাক করা ক্যাচ ধরেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা রমনদীপ সিংহ। যেই ক্যাচ পুরো টুর্নামেন্টের সেরা হয়েছিল। 

 





Read More