নিজস্ব প্রতিবেদন: বুধবার রণবীরের বাড়িতেই বসেছে মেহেন্দির আসর। আগামী কালই সাত পাকে বাঁধা পড়তে চলেছে রণবীর ও আলিয়া। সকাল সকাল হাজির নীতু কাপুর, সঙ্গে ঋধিমা কাপুর ও তাঁর কন্যা
মেহেন্দির আগে ঋষি কাপুরের জন্য পুজোর আয়োজন করেছিলেন রণবীর ও নীতু। সেখানে হাজির হন করিনা কাপুর খান। সাদা রঙের পোশাক পরেছেন করিনা।
মেহেন্দি ও হলদি অনুষ্ঠানের জন্য করিশ্মা আবার বেছে নিয়েছেন হলুদ সালোয়ার স্যুট।
হলুদ রঙের পাঞ্জাবি পরে রালিয়ার মেহেন্দি অনুষ্ঠানে এসেছেন করণ জোহর।
রণবীর আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে সকাল সকাল হাজির হন মহেশ ভাট।
তবে মহেশ একা নন, তাঁর সঙ্গে বোন আলিয়ার বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন পূজা ভাট। ছবি সৌজন্য: viralbhayani
রণবীরের পিসি রিমা জৈন, সঙ্গে তাঁর মেয়ে ও ছেলে আদর জৈনও আসেন। সকালেই এসে হাজির হয়েছেন রণবীরের প্রিয় বন্ধু অয়ন মুখোপাধ্যায়। ছবি সৌজন্য: viralbhayani