২৯ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণদীপ হুডা এবং লিন লাইশরাম। ইম্ফলে বিয়ের আসর বসেছে। বিয়ের ছবির অপেক্ষার মাঝেই লিন তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি নেটমাধ্যমে পোস্ট করেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২৯ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণদীপ হুডা এবং লিন লাইশরাম। ইম্ফলে বিয়ের আসর বসেছে। বিয়ের ছবির অপেক্ষার মাঝেই লিন তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি নেটমাধ্যমে পোস্ট করেন।
দুটি ছবিতে দেখা যাচ্ছে রণদীপ এবং লিন তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে৷ এবং আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সবাই মিলে গ্রান্ড ফিস্টে । ক্যাপশনে লেখেন, 'প্রাক-বিবাহের ঝলক।'
বেশ অনেক দিন ধরেই রণদীপ-লিন ডেট করছেন, সম্প্রতি এই জুটি তাঁদের বিয়ের তারিখ ঘোষণা করেন।
বিয়ের আগে আশীর্বাদ নিতে ইপুধৌ মার্জিং খুবামলেন এবং ইম্ফলের শ্রী শ্রী গোবিন্দজী মন্দিরে যান রণদীপ-লিন।
বিয়ের খবর দেওয়ার সঙ্গে রণদীপ বলেন, 'মহাভারতের একটি পাতা নিয়ে যেখানে অর্জুন মণিপুরী যোদ্ধা রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন, আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের কাছ থেকে আর্শীবাদ নিয়ে বিয়ে করছি। বিয়ের অনুষ্ঠান ইম্ফলে হবে তারপর মুম্বইতে রিসেপশন।'
লিনকে 'মেরি কম', 'রেঙ্গুন' এবং সম্প্রতি 'জানে জান'-এর মতো ছবিতে দেখা গিয়েছে। এর পাশাপাশি অভিনেত্রী একজন ব্যবসায়ীও। রণদীপকে পরবর্তী ছবি 'স্বতন্ত্র বীর সাভারকার'-ছবিতে দেখা যাবে।