PHOTOS

Ranu Mandal: হিমেশ রেশামিয়ার পর এবার সিধুর সুরে প্লেব্যাক করবেন রানু মন্ডল

Advertisement
1/6
নেপথ্যে
নেপথ্যে

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়া রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছিল রানাঘাটের বাসিন্দা রানু মন্ডলকে ( Ranu Mondal)। এবার তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি 'মিস রানু মারিয়া'। 

2/6
সিধুর সুরে
সিধুর সুরে

এই ছবির সংগীত পরিচালনা করবেন সিধু। তাঁর তত্ত্বাবধানেই প্লেব্যাক করবেন রানু মন্ডল। 

3/6
রিহার্সাল চলছে...
রিহার্সাল চলছে...

ছবিটি পরিচালনা করবেন হৃষীকেশ মন্ডল (Hrishikesh Mondal)। পরিচালক হৃষিকেশ মন্ডল এবং সংগীত পরিচালক  সিধু  পৌঁছে গিয়েছিলেন রানাঘাটে রানু মন্ডলের বাড়িতে। সেখানেই চলল প্র্যাকটিস। 

4/6
রানুর চরিত্রে
রানুর চরিত্রে

হিন্দি ভাষায় তৈরি এই ছবিতে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করছেন ঈশিকা দে (Eshika Dey)। 

5/6
সংগীত পরিচালক
সংগীত পরিচালক

বলিউডের মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়ার পর বাংলার কোনো মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করবেন রানু মন্ডল। 

6/6
রেকর্ডিংয়ে
রেকর্ডিংয়ে

ছবির চারজন মিউজিক ডিরেক্টর। সুরজিৎ চ্যাটার্জী, সিদ্ধার্থ রায় ওরফে সিধু, নীলাকাশ রায়, সন্দীপ কর। গান গেয়েছেন সুরজিৎ চ্যাটার্জী, সিদ্ধার্থ রায়,  শ্রীরাধা ব্যানার্জি , অঙ্কিতা ভট্টাচার্য্য, প্রশমিতা পাল, শুভশ্রী, সায়ন্তনী, বাবুল সুপ্রিয় ও রানু মন্ডল নিজেও। প্রসঙ্গত এই হিন্দি ছবির সুবাদে  সিধু ও সুরজিৎ চ্যাটার্জী বলিউডে অভিষেক করছেন মিউজিক ডিরেক্টর হিসেবে।





Read More