নিজস্ব প্রতিবেদন: ১৫ নভেম্বর ছিল দীপিকা ও রণবীরের বিবাহবার্ষিকী। একসঙ্গে পাড়ি দিয়েছিলেন উত্তরাখন্ডে। পাহাড়ের কোলে বিয়ের দিন উদযাপন করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ।
দেরাদুনে একান্তে সময় কাটাচ্ছিলেন দীপবীর। তবে দুদিন ছুটি কাটিয়েই কাজে ফিরেছেন রণবীর সিং।
বুধবার রাতে কলকাতায় হাজির হন রণবীর সিং। তবে কোনও ছবির শুটিংয়ে নয়।
শহরের এক অভিজাত হোটেলের এক ব্যক্তিগত পার্টিতে উপস্থিত হয়েছিলেন তিনি। নিজের ছন্দে, গানে নাচে মাতিয়ে রাখলেন রণবীর সিং।
সেই পার্টিতে হাজির ছিলেন টলিউডের অভিনেতা শ্রেয়া পান্ডে।
প্রিয় অভিনেতাকে হাতের কাছে পেয়ে সেলফি নিতে ভোলেননি নায়িকা।
তবে রণবীর একা নন, এই পার্টিতে হাজির ছিলেন বিটাউনের আরেক তারকা, নেহা কক্কর।