নিজেকে তিন কোটির ল্যাম্বারগিনি উরস উপহার দিলেন রণবীর সিং।
গাড়ি কিনেই বৃহস্পতিবার এই ল্যাম্বারিগিনি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন রণবীর।
তবে রণবীরের এই গাড়িটি এখনও রেজিস্ট্রেশন নাম্বার পায় নি বলেই জানা যাচ্ছে।
গাড়ির সঙ্গে ম্যাচ করে রণবীরকে এদিন লাল টুপি পরে রাস্তায় বেরিয়েছিলেন।
প্রসঙ্গত, খুব শীঘ্রই রণবীর ও দীপিকাকে একসঙ্গে কবীর সিংয়ের '৮৩' ছবিতে দেখা যাবে।