PHOTOS

Sahara Desert: সাহারায় তুষারপাত! বরফের চাদরে ঢাকল বিশ্বের বৃহত্তম মরুভূমি

প্রথম কবে সাহারায় তুষারপাত হয়, জানেন?

Advertisement
1/6
মরুভূমিতে তুষারপাত!
মরুভূমিতে তুষারপাত!

নিজস্ব প্রতিবেদন: জানুয়ারি মানেই ভরা শীত। ফলে বিশ্বের বহু দেশেই ঠাণ্ডা নেমে আসে। কোথাও কোথাও তুষারপাতও হয়। তা বলে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমিতে তুষারপাত! এটাও সম্ভব?

2/6
সাহারায় তুষারপাত
সাহারায় তুষারপাত

হ্যাঁ এটাই হয়েছে। সম্প্রতি বরফের চাদরে মুড়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা ( Sahara Desert)। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে আফ্রিকা এবং মধ্য-প্রাচ্যের কোনও কোনও জায়গার তাপমাত্রা। 

3/6
শিল্পীর ক্য়ামেরায় সাহারা
শিল্পীর ক্য়ামেরায় সাহারা

সম্প্রতি বরফের চাদরে ঢাকা সাহারার ( Sahara Desert) ছবি ধরা পড়েছে আলোকচিত্রী Karim Bouchetata-র ক্যামেরায়। 

4/6
সাহারার অবস্থান
সাহারার অবস্থান

আফ্রিকার উত্তরে প্রায় ৩৫ লক্ষ বর্গ মাইল এলাকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা  (Sahara, largest hot desert in the world)। সম্প্রতি এর এইন সেফরা (Ain Sefra) অঞ্চলে তুষারপাত হয়। 

5/6
কেন সাহারয় তুষারপাত?
কেন সাহারয় তুষারপাত?

এইন সেফরা সমুদ্রতল থেকে এক হাজার মিটার উপরে অবস্থিত। আলজেরিয়া-মরোক্ক সীমান্ত (Algerian-Moroccan border)সংলগ্ন এই অঞ্চলের চারদিকে রয়েছে অ্যাটলাস পর্বত (Atlas Mountains)। সম্প্রতি সেখানকার রাতের তাপমাত্রা নেমে গিয়েছে -২ থেকে -৩ ডিগ্রি সেলসিয়াসে। ফলে মরুভূমির বালি ঢাকে সাদা বরফের চাদরে।

6/6
সাহারায় প্রথম তুষারপাত?
সাহারায় প্রথম তুষারপাত?

গত ৪২ বছরে এ নিয়ে ৫০বার সাহার মরুভূমিতে  (Sahara Desert) তুষারপাতের ঘটনা ঘটেছে। প্রথমবার ১৯৭৯ সালে বরফের চাদরে ঢেকেছিল সাহারা।





Read More