PHOTOS

Puri Jagannath Temple: মিথ না সত্যি? পুরী মন্দিরের বিস্ময়-কথা... ১২-১৯ বছর বাদে বাদে মন্দিরে...

Puri Jagannath Temple interesting facts: রথযাত্রার আগে জেনে নেওয়া যাক, পুরীর জগন্নাথ মন্দির নিয়ে কিছু আশ্চর্য তথ্য।

 

Advertisement
1/8
পুরী মন্দিরের অজানা কথা...
পুরী মন্দিরের অজানা কথা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রাত পোহালেই রথ। রথের রশিতে পড়বে টান। রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই পুরীতে ভিড় জমাতে শুরু করেছে অগনিত ভক্ত। 

2/8
পুরী মন্দিরের অজানা কথা...
পুরী মন্দিরের অজানা কথা...

পুরীর জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য দেশজুড়ে। রথযাত্রার আগে চলুন জেনে নেওয়া যাক, পুরীর জগন্নাথ মন্দির নিয়ে কিছু অজানা, কিছু আশ্চর্যজনক তথ্য। 

3/8
পুরী মন্দিরের অজানা কথা...
পুরী মন্দিরের অজানা কথা...

হিন্দুদের অন্যতম মূল উৎসব হল এই রথযাত্রা। এদিন জগন্নাথ দেবের রথ পুরীর মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়িতে যায়। 

4/8
পুরী মন্দিরের অজানা কথা...
পুরী মন্দিরের অজানা কথা...

বলা হয়ে থাকে, সূর্য যে অবস্থানেই থাকুক, পুরীর জগন্নাথ মন্দিরের মূল চূড়ার কখনও কোনও ছায়া পড়ে না। 

5/8
পুরী মন্দিরের অজানা কথা...
পুরী মন্দিরের অজানা কথা...

সমুদ্রের যে গর্জন, মন্দিরের পাশে সৈকতে দাঁড়ালেই শোনা যায়, মন্দিরের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলেই তা আর শোনা যায় না।

6/8
পুরী মন্দিরের অজানা কথা...
পুরী মন্দিরের অজানা কথা...

মন্দিরের চূড়া (শিখর)-এর পতাকা সব সময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। পুরীর এই জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন।

7/8
পুরী মন্দিরের অজানা কথা...
পুরী মন্দিরের অজানা কথা...

পুরীর জগন্নাথ মন্দিরের একদম চূড়ায় আছে একটি চাকা বা চক্র। যা পুরী শহরের যে কোনও জায়গা থেকে দৃশ্যায়মান। এবং সবসময়ই মনে হয় সেটি দর্শকের দিকে মুখ করেই রয়েছে। 

8/8
পুরী মন্দিরের অজানা কথা...
পুরী মন্দিরের অজানা কথা...

প্রতি ১২ থেকে ১৯ বছর বাদে 'নবকলেবর' অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরী মন্দিরে কাঠের তৈরি নতুন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি বসানো হয়। 





Read More