Lord Jagannath Rath: আগামিকালই রথযাত্রা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজ সাজ রব চারদিকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জগন্নাথের প্রতিমার পাশাপাশি তাঁর রথও খুবই জাঁকজমকপূর্ণ। অনেক সময় ধরে তৈরি করা হয় এই রথ।
রথযাত্রার জন্য জগন্নাথদেবের রথ তৈরিতে ফাসি, ধোরা, সিমলি, সহজা, মাহি এবং দারুক নামে গাছের কাঠ ব্যবহার করা হয়।
রথযাত্রার পর জগন্নাথদেবের রথ নিরাপদে রাখা হয়। পাশাপাশি রথের কাঠ শুভ কাজেও ব্যবহার করা হয়।
রথের কিছু কাঠ জগন্নাথদেবের মন্দিরের রান্নাঘরে প্রসাদ তৈরি করতেও ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে।
পুরীর রথযাত্রায় জগন্নাথদেবের রথ নন্দীঘোষ ১৬ চাকা, বলরামের রথ তালধ্বজ ১৪ চাকা, ও বোন সুভদ্রার রথ দর্পদলন পদ্ম ১২ চাকার উপর লাগানো হয়।
আগামিকালই রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে এখন সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।