PHOTOS

Rath Yatra 2025: কোন ৬ 'বিশেষ' কাঠে তৈরি পুরীর জগন্নাথদেবের রথ? যাত্রার পর সেই কাঠে হয়...

Lord Jagannath Rath: আগামিকালই রথযাত্রা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজ সাজ রব চারদিকে।

 

Advertisement
1/6
জগন্নাথ দেবের রথ...
জগন্নাথ দেবের রথ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জগন্নাথের প্রতিমার পাশাপাশি তাঁর রথও খুবই জাঁকজমকপূর্ণ। অনেক সময় ধরে তৈরি করা হয় এই রথ। 

2/6
জগন্নাথ দেবের রথ...
জগন্নাথ দেবের রথ...

রথযাত্রার জন্য জগন্নাথদেবের রথ তৈরিতে ফাসি, ধোরা, সিমলি, সহজা, মাহি এবং দারুক নামে গাছের কাঠ ব্যবহার করা হয়।

3/6
জগন্নাথ দেবের রথ...
জগন্নাথ দেবের রথ...

রথযাত্রার পর জগন্নাথদেবের রথ নিরাপদে রাখা হয়। পাশাপাশি রথের কাঠ শুভ কাজেও ব্যবহার করা হয়। 

4/6
জগন্নাথ দেবের রথ...
জগন্নাথ দেবের রথ...

রথের কিছু কাঠ জগন্নাথদেবের মন্দিরের রান্নাঘরে প্রসাদ তৈরি করতেও ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে।

5/6
জগন্নাথদেবের রথ...
জগন্নাথদেবের রথ...

পুরীর রথযাত্রায় জগন্নাথদেবের রথ নন্দীঘোষ ১৬ চাকা, বলরামের রথ তালধ্বজ ১৪ চাকা, ও বোন সুভদ্রার রথ দর্পদলন পদ্ম ১২ চাকার উপর লাগানো হয়।

6/6
জগন্নাথদেবের রথ...
জগন্নাথদেবের রথ...

আগামিকালই রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে এখন সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।





Read More