PHOTOS

Jagannath Rath Yatra 2024: সাগরে ঘূর্ণাবর্ত! ভেসে যাবে রথযাত্রা! পণ্ড হবে জগন্নাথের উৎসব...

Weather Forecast of Jagannath Rath Yatra 2024: ওডিশায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বিপুল বৃষ্টিপাত হবে জগন্নাথক্ষেত্রেও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক সাইক্লোনিক সার্কুলেশনের জেরে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা ওডিশায়।

Advertisement
1/6
রাত পোহালেই
রাত পোহালেই

প্রস্তুতি সম্পূর্ণ পুরীতে। সারা বছর এই একটি দিনের জন্য অপেক্ষা করেন ওডিশাবাসী। জগন্নাথের রথযাত্রা। 

2/6
রথযাত্রা
রথযাত্রা

জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে তিনটি গ্র্যান্ড রথে চেপে জগন্নাথ মন্দির থেকে রথ যাবে গুন্ডিচাবাড়ি।

3/6
রথ ধুয়ে যাবে বৃষ্টিতে?
রথ ধুয়ে যাবে বৃষ্টিতে?

কিন্তু দুঃসংবাদ দিল ভারতের মৌসম ভবন। তারা ওডিশা জুড়ে দুদিন ধরে বিপুল বৃষ্টিপাতের পূর্বাভাস দিল।

4/6
শনি-বৃষ্টি
শনি-বৃষ্টি

কী হয়েছে? মৌসম ভবনের তথ্যকে আরও একটু ব্যাখ্যা করে ভুবনেশ্বরের আবহাওয়ার আঞ্চলিক অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক সাইক্লোনিক সার্কুলেশনের জেরে শনিবার ময়ূরভঞ্জ কোরাপুট মালকাগিরি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

5/6
ভাসবে পুরী
ভাসবে পুরী

এমনকি বৃষ্টির হাত থেকে রেহাই নেই আগামীকাল রবিবার রথযাত্রার দিনেও। আগামীকাল প্রচুর বৃষ্টি হবে গজপতি, কালাহান্ডি, নবরংপুর, খুরদা, কটক, ময়ূরভঞ্জ, কেওনঝড়, কন্ধমল, গঞ্জাম এবং পুরীতে!

6/6
হলুদ সতর্কতা
হলুদ সতর্কতা

জারি হয়েছে হলুদ সতর্কতাও। এদিকে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আসছেন পুরীতে। সেই উপলক্ষ্যে বাড়তি সতর্কতা, বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সবই কি ভেস্তে যাবে? সকলেই এখন প্রভু জগন্নাথের মুখের দিকে তাকিয়েই বসে আছেন!





Read More