RBI cuts Repo Rate: এই রেপো রেট বিষয়টি কী? হোম লোন থেকে গাড়ি ঋণ, কিংবা এডুকেশন লোনের উপর কীভাবে প্রভাব ফেলবে এই রেপো রেট কমানোর সিদ্ধান্ত? জেনে নিন-
RBI cuts Repo Rate: ৫ বছর পর রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার ধাক্কায় সস্তা হতে চলেছে লোন। সুদের টাকা থেকে EMI কম গুনতে হবে!
২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে RBI । ফলে ৬.৫০% থেকে কমে এখন রেপো রেটের হার দাঁড়াল ৬.২৫%। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা নয়া এই রেপো রেট ঘোষণা করেছেন।
৫ ফেব্রুয়ারি থেকে ৩ দিনের বৈঠকে বসে মুদ্রা নীতি কমিটি (MPC বা Monetary Policy Committee)। সেই বৈঠকেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত হয়।
শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হওয়ার পর, ২০২৪ সালের ডিসেম্বরে সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি-ই ছিল প্রথম বৈঠক।
২০২৪-এর ডিসেম্বরে CRR বা Cash Reserve Ratio কমিয়ে ৪% করা হলেও, রেপো রেট তখন অপরিবর্তিত ছিল। এখন রেপো রেট কমানোয় গৃহঋণ থেকে গাড়ির লোন, শিক্ষা ঋণ, পার্সোনাল লোন সবেতেই সুদের টাকা কম গুনতে হবে।
যেমন ৩০ লক্ষ টাকার ২০ বছরের জন্য হোম লোনে সুদের হার যদি ৯ শতাংশ থেকে থাকে, সেটা কমে ৮.৭৫ শতাংশ হবে। তবে RBI রেপো রেট কমানোর কথা ঘোষণার পরই শেয়ার বাজারের পতন দেখা দিয়েছে।
প্রসঙ্গত, রেপো রেট হল যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক থেকে স্বল্পমেয়াদী প্রয়োজনে টাকা ধার নিয়ে থাকে সরকারি সিকিউরিটির বিপরীতে।