PHOTOS

RBI new notes 2025: BIG NEWS! ফের 'নোট বাতিল'? নতুন নোট আনছে RBI... কত টাকার? পুরনো নোট কি তাহলে 'অচল' হয়ে যাবে?

RBI to issue new notes 2025: ২০২৪-এর ডিসেম্বরে RBI গর্ভনর হিসেবে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা।

 

Advertisement
1/7
নতুন নোট আনছে RBI!
নতুন নোট আনছে RBI!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুব শিগগিরই নতুন নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গতকাল মঙ্গলবার এক বিবৃতি জারি করে একথা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

 

2/7
নতুন নোট আনছে RBI!
নতুন নোট আনছে RBI!

নতুন গর্ভনর সঞ্জয় মালহোত্রার সই সম্বলিত নতুন নোট আসতে চলেছে বাজারে। প্রশ্ন হচ্ছে, কোন কোন নোট নতুন আসছে? 

 

3/7
নতুন নোট আনছে RBI!
নতুন নোট আনছে RBI!

মহাত্মা গান্ধী (নতুন) সিরিজে নতুন ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে আসতে চলেছে আরবিআই। কেমন হবে সেই নতুন নোট দেখতে?

 

4/7
নতুন নোট আনছে RBI!
নতুন নোট আনছে RBI!

নতুন ১০০ ও ২০০ টাকার নোটের নকশা মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের মতোই হবে। শুধু সইয়ের জায়গায় থাকবে সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর। 

 

5/7
নতুন নোট আনছে RBI!
নতুন নোট আনছে RBI!

এখন প্রশ্ন হচ্ছে পুরনো ১০০ ও ২০০ টাকার নোটগুলির তাহলে কী হবে? রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, পুরনো ১০০ ও ২০০ টাকার নোটও বাজারে সচল থাকবে। 

 

6/7
নতুন নোট আনছে RBI!
নতুন নোট আনছে RBI!

কোনও নোট বাতিল হবে না। এর আগে একইরকমভাবে ৫০ টাকারও নতুন নোট বাজারে এনেছিল RBI। 

 

7/7
নতুন নোট আনছে RBI!
নতুন নোট আনছে RBI!

২০২৪-এর ডিসেম্বরে গর্ভনর হিসেবে মেয়াদ শেষ হয় শক্তিকান্ত দাসের। তারপরই ২৬তম RBI গর্ভনর হিসেবে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। 





Read More