RBI to issue new notes 2025: ২০২৪-এর ডিসেম্বরে RBI গর্ভনর হিসেবে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুব শিগগিরই নতুন নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গতকাল মঙ্গলবার এক বিবৃতি জারি করে একথা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
নতুন গর্ভনর সঞ্জয় মালহোত্রার সই সম্বলিত নতুন নোট আসতে চলেছে বাজারে। প্রশ্ন হচ্ছে, কোন কোন নোট নতুন আসছে?
মহাত্মা গান্ধী (নতুন) সিরিজে নতুন ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে আসতে চলেছে আরবিআই। কেমন হবে সেই নতুন নোট দেখতে?
নতুন ১০০ ও ২০০ টাকার নোটের নকশা মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের মতোই হবে। শুধু সইয়ের জায়গায় থাকবে সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর।
এখন প্রশ্ন হচ্ছে পুরনো ১০০ ও ২০০ টাকার নোটগুলির তাহলে কী হবে? রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, পুরনো ১০০ ও ২০০ টাকার নোটও বাজারে সচল থাকবে।
কোনও নোট বাতিল হবে না। এর আগে একইরকমভাবে ৫০ টাকারও নতুন নোট বাজারে এনেছিল RBI।
২০২৪-এর ডিসেম্বরে গর্ভনর হিসেবে মেয়াদ শেষ হয় শক্তিকান্ত দাসের। তারপরই ২৬তম RBI গর্ভনর হিসেবে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা।