PHOTOS

RBI Withdrawing 500 Rupee Note Fact Check: বাজারে আর বৈধ নয়, বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিই? RBI জানাল...

RBI Withdrawing 500 Rupee Note Fact Check: সরকার ২০০০ টাকার নোট বাতিল করার পর থেকে ৫০০ টাকার নোট-ই সর্বোচ্চ মূল্যের নোট!

Advertisement
1/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার পর এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তুলে নেবে ৫০০ টাকার নোটও! বাজারে ছড়িয়েছে এমনই একটি খবর! সত্যিই কি সেটা ঠিক?     
2/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?

২০১৬ সালে নোটবন্দির পর বাজারে আসে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট। যারমধ্যে ২০০০ টাকার নোট ইতিমধ্যেই বাজারে আর সচল নয়। এবার কি তবে ৫০০-র নোটও বাতিলের পথে? উল্লেখ্য, সরকার ২০০০ টাকার নোট বাতিল করার পর থেকে ৫০০ টাকার নোট-ই সর্বোচ্চ মূল্যের নোট!

 

3/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?

এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এক্স-হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেন যে RBI সমস্ত ব্যাংককে সেপ্টেম্বরের শেষের মধ্যে এটিএম থেকে ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ করতে বলেছে। 

 

4/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারকে ৫০০ টাকার নোট ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

 

5/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট?

আর তারপরই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পোস্ট! ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দাবি করেন, পরিকল্পনা অনুযায়ী প্রথমে এটিএম-এ ৫০০ টাকার নোটের সংখ্যা ৭৫% কমানো হবে। তারপর ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে ৯০% কমানো হবে। এরপর এটিএম-এ কেবল ২০০ এবং ১০০ টাকার নোটই থাকবে।

 

6/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...

এই পোস্ট সামনে আসার পরই মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। আর তাতেই উসকে ওঠে জল্পনা। কিন্তু RBI সাফ জানিয়ে দিয়েছে, এরকম কোনও সিদ্ধান্ত-ই হয়নি। এরকম কোনও ঘোষণা-ই হয়নি। তাই পুরোটাই ভিত্তিহীন ও ভ্রান্তিকর। তাহলে RBI আসলে কী জানিয়েছে?

 

7/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...

RBI আসলে সমস্ত ব্যাংক এবং হোয়াইট লেবেল এটিএম অপারেটরদের (WLAO) নির্দেশ দিয়েছে তাদের এটিএম থেকে নিয়মিত ১০০ এবং ২০০ টাকার নোট বিতরণ করার। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে ২০২৫-এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫% এটিএম-এ কমপক্ষে একটি ক্যাসেট থেকে ১০০ বা ২০০ টাকার নোট বিতরণ করতে হবে। 

 

8/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...

এরপর ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে ৯০% এটিএম থেকে ১০০ বা ২০০ টাকার নোট বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে জনসাধারণের কাছে এই নোট সহজলভ্য হয়। 

 

9/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...

অর্থাৎ RBI ১০০ ও ২০০ টাকার নোটের প্রচলন বাড়ানো কথা বলেছে। এটিএম থেকে ১০০ ও ২০০ টাকার নোট বেশি পরিমাণে বিতরণের কথা বলেছে। এখন এর ফলে ৫০০ টাকার নোটের সংখ্যা হ্রাস পেতে পারে। 

 

10/10
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...
বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানুন...

কিন্তু আরবিআই কখনওই আনুষ্ঠানিকভাবে ৫০০ টাকার নোট প্রত্যাহারের কোনও পরিকল্পনা ঘোষণা করেনি। বাজারে ৫০০ টাকার নোট এখনও বৈধ। 





Read More