PHOTOS

Bengaluru Stampede: ১১ জনের মর্মান্তিক মৃত্যু! পালাতে গিয়েও পুলিসের জালে RCB কর্তা, আটক আরও ৩...

Nikhil Sosale Arrests: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় পুলিস আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালেকে গ্রেফতার করেছে। বেঙ্গালুরু বিমানবন্দরে তাকে আটক করা হয় বলে জানা গিয়েছে।

Advertisement
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল-এ আরসিবির জয়ের উত্‍সবে যোগ দিতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১১ জনের। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন ৬৪ জনেরও বেশি। 

2/8

ইতোমধ্যেই বেঙ্গালুরু পুলিস আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালেকে গ্রেফতার করেছে।

3/8

জানা গিয়েছে, ডিয়াজিও ইন্ডিয়ার আরসিবির মার্কেটিং এবং রাজস্ব বিভাগের প্রধান সোসালেকে বেঙ্গালুরু বিমানবন্দরে আটক করা হয়েছে। সেই সময় তিনি মুম্বই যাচ্ছিলেন।

 

4/8

এছাড়াও জয়ের উত্‍সবের আয়োজক ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের তিনজন কর্মীকেও পুলিস আটক করেছে।

 

5/8

কিরণ, সুমন্ত এবং সুনীল ম্যাথিউ এই তিনজনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য।  কাবন পার্ক থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

 

6/8

মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় আরসিবি, ইভেন্ট আয়োজক সংস্থা এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) কে অভিযুক্ত করা হয়েছে।

7/8

ইতিমধ্যে, কেএসসিএ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পলাতক বলে জানা গেছে। পুলিশ তাদের বাড়িতে পৌঁছেছে কিন্তু তাদের খুঁজে পায়নি।

8/8

সূত্রের খবর, আরসিবি ম্যানেজমেন্ট তাদের জয়ের উত্‍সবের সম্পর্কে এক্স হ্যান্ডেলে পোস্ট করার আগে পুলিসের সঙ্গে পরামর্শ করেনি। যা পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়। আরও জানা গিয়েছে, পরে তারা পুলিসের কাছে আবেদন করেছিল, যা প্রত্যাখ্যান করা হয়।





Read More