Real Life Mrs Chatterjee Sagarika Chakraborty marriage: নতুন করে ইনিংস শুরু করে বেশ হাসিখুশি ছিলেন নবদম্পতি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরোতে: ফের বিয়ের পিঁড়িতে রিয়েল লাইফ মিসেস চ্যাটার্জি সাগরিকা চক্রবর্তী। পাত্রের নাম প্রশান্ত।
কলকাতার বিরাটিতে বসেছিল বিয়ের আসর। বিয়েতে উপস্থিত ছিল সাগরিকার ২ সন্তানও। ছিলেন সাগরিকার মা-বাবাও।
বিয়েতে বেগুনি রঙের লেহেঙ্গা পরেছিলেন সাগরিকা। আর পাত্রও 'টুইনিং' করে বেগুনি শার্টের সঙ্গে নীল ব্লেজার।
সাগরিকার বিয়েতে উপস্থিত ছিলেন বাম নেত্রী বৃন্দা কারাটও। বিয়ের একজন সাক্ষী ছিলেন তিনি।
প্রসঙ্গত, চাইল্ড কাস্টডি সংক্রান্ত মামলায় ২০১২-১৩ সালে শিরোনামে আসেন সাগরিকা চক্রবর্তী।
সন্তানকে ঠিকমতো প্রতিপালনে অযোগ্য এই অভিযোগে সেইসময়ে নরওয়ের বাসিন্দা সাগরিকার ২ সন্তানকে তাঁর কোল থেকে কেড়ে নিয়েছিল সেই দেশের সরকার।
তারপর শুধু হয় তাঁর দীর্ঘ আইনি লড়াই। সন্তানকে ফিরে পাওয়ার লড়াই। দুঃখের বিষয়ে এই লড়াইয়ে তিনি পাশে পাননি তাঁর সন্তানদের বাবাকে।
বরং তাঁর বিরুদ্ধেই অভিযোগ এনে আরেকদিকে শুরু হয় দাম্পত্য বিচ্ছেদ মামলাও। দুদেশেই দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজেদের সন্তানদের কাছে পান সাগরিকা।
জিতে যান মাতৃত্বের লড়াই। ওদিকে তাঁর বিবাহ বিচ্ছেদও ঘটেছে ততদিনে। সন্তানদের নিজের কাছে ফিরে পেয়ে এরপর শুরু হয় সাগরিকার আর্থিক লড়াই।
এহেন লড়াকু মেয়ে সাগরিকার মাতৃত্বের সংগ্রাম জায়গা করে নিয়েছে বলিউডের সিলভার স্ক্রিনেও। তাঁর জীবনের উপর আধার করেই তৈরি হয় 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'।