PHOTOS

Kolkata Accident: ভয়ংকর! বেপরোয়া বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল শিশুকে, আশঙ্কাজনক অবস্থায়...

Kasba Accident: ফের বেপরোয়া বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা। তারপর বাইক উঠে যায় ফুটপাথের উপর। ফুটপাথে দাঁড়িয়ে থাকা এক শিশুকে গিয়ে ধাক্কা মারে বাইকটি।

Advertisement
1/6

নান্টু হাজরা: ফের রাতের শহরে বেপরোয়া বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে গার্ডেরেলে ধাক্কা। ছিটকে গিয়ে ফুটপাথে দাঁড়িয়ে থাকে শিশুকে ধাক্কা মেরে প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়ে বাইক আরোহী।

2/6

আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল কসবা শীতলামন্দির মোড়।

3/6

স্থানীয় সূত্রে খবর, রুবির দিক থেকে গড়িয়া হাটের দিকে যাচ্ছিল বাইকটি অত্যন্ত বেপরোয়া গতিতে। কসবা শীতলামন্দিরের কাছে আসতেই দুর্ঘটনা। 

4/6

রাস্তার মাঝে রাখা গার্ডেরেলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থালের পাশেই শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল রাস্তার পাশেই। খাওয়া দাওয়ার পর শিশুটি পরিবারের সঙ্গে যখন বাইরে অপেক্ষা করছিল।

5/6

সেই সময় বেপরোয়া বাইকটি প্রথমে ধাক্কা মারে রাস্তার ব্যারিকেডে। সোজা উঠে যায় ফুটপাথে। সজোরে ধাক্কা মারে ফুটপাথে দাঁড়িয়ে থাকা শিশুটিকে। এরপর ৫০ মিটার দূরে বাইকটি ছিটকে পড়ে। 

6/6

দুর্ঘটনার অভিঘাতে ছিটকে পড়ে শিশুটি। ঘাড়ে চোট পেয়েছে বলে খবর। বাইক চালক ছিটকে একটি জেনারেটার গাড়ির পাশে ছিটকে পড়েন।তড়িঘড়ি ওখানে উপস্থিত সকলে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। বাইক চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা খতিয়ে দেখছে পুলিস।





Read More