Sealdaha Division Record 8 lakhs income: থুতু থেকে আয় ৮ লাখ! পড়ে চমকাচ্ছেন? চমকাবেন না! কারণ, ঠিক এটাই ঘটেছে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু থুতু থেকেই ৮ লাখ টাকা আয় শিয়াদহ ডিভিশনের। নয়া রেকর্ড গড়ল শিয়ালদা ডিভিশন (Sealdah Division)।
২০২৫-এর এপ্রিল মাসে শিয়ালদহ ডিভিশনের প্রায় সমস্ত স্টেশনে থুতু ফেলার অভিযান চালানো হয়।
রেলস্টেশন চত্বরে থুতু ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও এক মাসেই স্টেশনে ও স্টেশন চত্বরে থুতু ফেলার ৬,১৯৩টি ঘটনা রেকর্ড হয়।
সাধারণত নিয়ম লংঘনে যাত্রীপিছু ৫০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হয়।
এতেই জরিমানা হিসেবে যাত্রীদের কাছ থেকে মোট ৭,৬১,০৭০ টাকা আদায় করেছে শিয়ালদহ ডিভিশন।