PHOTOS

Sealdaha: থুতু থেকেই ৮ লাখ আয়! শিয়ালদহ ডিভিশনের নয়া রেকর্ড...

Sealdaha Division Record 8 lakhs income: থুতু থেকে আয় ৮ লাখ! পড়ে চমকাচ্ছেন? চমকাবেন না! কারণ, ঠিক এটাই ঘটেছে...

Advertisement
1/5
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু থুতু থেকেই ৮ লাখ টাকা আয় শিয়াদহ ডিভিশনের। নয়া রেকর্ড গড়ল শিয়ালদা ডিভিশন (Sealdah Division)।

2/5
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!

২০২৫-এর এপ্রিল মাসে শিয়ালদহ ডিভিশনের প্রায় সমস্ত স্টেশনে থুতু ফেলার অভিযান চালানো হয়। 

3/5
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!

রেলস্টেশন চত্বরে থুতু ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও এক মাসেই স্টেশনে ও স্টেশন চত্বরে থুতু ফেলার ৬,১৯৩টি ঘটনা রেকর্ড হয়।

4/5
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!

সাধারণত নিয়ম লংঘনে যাত্রীপিছু ৫০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হয়।

5/5
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!
থুতু থেকে শিয়ালদহের রেকর্ড আয়!

এতেই জরিমানা হিসেবে যাত্রীদের কাছ থেকে মোট ৭,৬১,০৭০ টাকা আদায় করেছে শিয়ালদহ ডিভিশন। 





Read More