Deadly fungal infection: সারা গায়ে দেখা দিতে পারে লাল Rash। হতে পারে চুলকুনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব উষ্ণায়নের ফলে ঘটছে জলবায়ুর পরিবর্তন। আর সেই জলবায়ুর পরিবর্তন ডেকে আনছে ভয়ংকর ছত্রাক সংক্রমণ!
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা বলছে, জলবায়ুর পরিবর্তনে আপনার শরীরে বাসা বাঁধতে পারে ভয়ংকর ছত্রাক!
যে ছত্রাক আপনার শরীরকে ভিতর থেকে খেয়ে নিতে পারে! ছত্রাকের সংক্রমণে সারা শরীরে দেখা দিতে পারে লাল Rash। সারা গায়ে হতে পারে চুলকুনি।
বিশেষজ্ঞরা বলছেন, Aspergillus fumigatus যা একটি সাধারণ ছত্রাক, তা শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণের কারণ হতে পারে।