PHOTOS

Reliance Jio: 5G ডেটায় 'জিও বিপ্লব'! সাধ্যের দামের মধ্যেই ৯৮ দিনের দুর্দান্ত প্ল্যান...

Reliance Jio 5G 98 days Plan: কারা পাবেন এই নয়া 5G প্ল্যানের সুবিধা? প্রিপেইড না পোস্টপেইড?

Advertisement
1/6
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের জিও ধামাকা। 5G ডেটায় রিলায়েন্স জিও নিয়ে এল দুর্দান্ত এক প্ল্যান।

2/6
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'

নয়া এই প্ল্যানে রিলায়েন্স জিও দিচ্ছে আনলিমিটেড 5G ডেটা। সঙ্গে একেবারে ৯৮ দিনের ভ্যালিডিটি। মানে ৩ মাসেরও বেশি।

3/6
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'

প্ল্যানের দাম ৯৯৯ টাকা। প্রিপেইড ও পোস্টপেইড, দুধরনের গ্রাহক-ই পাবেন এই প্ল্যানের সুবিধা।

4/6
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'

আনলিমিটেড কলস্-এর সঙ্গেই দিনে ১০০ করে এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকরা। 

5/6
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'

একইসঙ্গে উপভোগ করতে পারবেন জিও ক্লাউড ও জিও টিভি-ও।

6/6
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'
রিলায়েন্স জিওর 5G 'বিপ্লব'

আর যেখানে 5G নেই সেখানে রোজ ২জিবি করে 4G ডেটার সুবিধা উপভোগ করতে পারবেন।





Read More