PHOTOS

4G ডাউনলোড স্পিডে এয়ারটেলকে তিন গোল দিল রিলায়েন্স জিও

Advertisement
1/10
Pic11
Pic11

ফের কামাল রিলায়েন্স জিও-র। 4G ডাউনলোড স্পিডে প্রতিদ্বন্দ্বীদের পিছনে অনেকটাই পিছনে ফেলে দিল মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা।

2/10
Pic10
Pic10

টেলিকম নিয়ামক সংস্থা ট্রাইয়ের রিপোর্ট অনুসারে জানুয়ারি মাসে জিও-র গড় ডাউনলোড স্পিড ছিল ২১.৩ মেগাবাইট প্রতি সেকেন্ডে(এমবিপিএস)। ভোডাফোন, ভারতী এয়ারটেল বা আইডিয়ার তুলনায় যা অনেকটাই এগিয়ে।

3/10
Pic9
Pic9

ভারতী এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ৮.৮ এমবিপিএস। ট্রাইয়ের মাই-স্পিড পোর্টাল অনুসারে জিও সেখানে দ্বিগুণের বেশি গড় স্পিড ধরে রেখেছে।

4/10
Pic8
Pic8

ভোডাফোন ও আইডিয়ার ডাউনলোড স্পিড যথাক্রমে ৭.২ ও ৬.৮ এমবিপিএস।

5/10
Pic7
Pic7

মোবাইল ফোনে অনলাইন ভিডিও দেখা, ই-মেল দেখা বা নিতান্ত ইন্টারনেট সার্ফিংয়ের জন্য ডাউনলোড স্পিড বেশি থাকা বাধ্যতামূলক। ওয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোশাল নেটওয়ার্কিং সাইটে কানেন্টেড থাকতেও এই স্পিড অত্যন্ত প্রয়োজনীয়।

6/10
Pic6
Pic6

তবে জিও, এয়ারটেল ও ভোডাফোনের 4G আপলোডিং স্পিডকে টেক্কা দিচ্ছে আইডিয়া সেলুলার।

7/10
Pic5
Pic5

আইডিয়া সেলুলারে গড় আপলোড স্পিড ৬.৯ এমবিপিএস। অন্যদিকে, জিও ক্ষেত্রে তা মাত্র ৪.৫ এমবিপিএস।

8/10
Pic4
Pic4

অফারের পাশাপাশি, এবার গতির দুনিয়াতেও অন্য নেটওয়ার্কগুলিকে ফের কুপোকাত করল মুকেশ আম্বানির জিও।

9/10
Pic3
Pic3

4G নেটওয়ার্কে একের পর এক অফারে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলেছে জিও।

10/10
Pic2
Pic2

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বাজার কাঁপিয়ে আত্মপ্রকাশ ঘটে জিও-র।





Read More