PHOTOS

Kolkata: রতন টাটাকে মনে রেখে কলকাতায় ভিড় জমাল সারমেয়রা!

Kolkata: এক অভিনব উদ্যোগের মধ্যে দিয়ে রতন টাটাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কলকাতার পোষ্যপ্রেমীরা। সোমবার বেলগাছিয়া ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত হয় পোষ্যবান্ধব এক মিলনমেলা। প্রাণীকল্যাণ অধিকার নিয়ে অগ্রণী ভূমিকা পালন করা প্রয়াত রতন টাটাকে শ্রদ্ধা জানানো হয় সেই অনুষ্ঠানেই। 

Advertisement
1/6

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: সরস্বতী ভান্ডার-এর উদ্যোগে এবং আই কমিউনিকেশনস-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, হস্তশিল্প প্রদর্শনী এবং বিভিন্ন রকমের খাবারের স্টলের আয়োজন ছিল।

2/6
বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি
বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি

অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নেন স্কাড সোসাইটি ফর সোশ্যাল কমিউনিকেশন এর প্রেসিডেন্ট ড. শতরূপা সান্যাল; তবলা. আইএনসি-এর প্রতিষ্ঠাতা-পরিচালক বন্যা বোস; পারকাশনিস্ট রাতুল শংকর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। 

3/6

তারা প্রাণীকল্যাণ, পোষ্যবান্ধব স্থান এবং অ্যানিমাল-অ্যাসিস্টেড থেরাপি ও ক্যানাইন-অ্যাসিস্টেড থেরাপির মতো বিভিন্ন বিষয়ের ওপর নিজেদের বক্তব্য রাখেন।

4/6
রতন টাটাকে শ্রদ্ধার্পণ
রতন টাটাকে শ্রদ্ধার্পণ

টাটা ট্রাস্টস-এর মতো উদ্যোগের মাধ্যমে প্রাণীকল্যাণে রতন টাটার যে নিরলস প্রচেষ্টা ছিল, তাকেও সম্মান জানানো হয় এই অনুষ্ঠানে।  

 

5/6
আয়োজকদের আনন্দ
আয়োজকদের আনন্দ

আয়োজকরা জানান, আমাদের আশা, এই অনুষ্ঠানের পর আরও বেশি মানুষ পোষ্য পালনে উৎসাহী হবেন। 

6/6
আয়োজকদের আনন্দ
আয়োজকদের আনন্দ

অনুষ্ঠানের সঞ্চালনা করে আই কমিউনিকেশনস-এর অ্যাডভাইজার সৌম্যজিৎ মহাপাত্র বলেন এই অনুষ্ঠান কলকাতার পোষ্যপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।





Read More