Deadliest Tsunami in History: ইতিহাসে সাক্ষী থাকা কিছু ভয়ংকরতম সুনামী; যা জেনে চোখে জল আসতে বাধ্য আপনারও
শ্রীলঙ্কার কালুটারা অঞ্চলে ২৬ ডিসেম্বর, ২০০৪ সালে সুনামির ফলে উপকূল এবং উপকূল-সংলগ্ন এলাকা জলের তলায় তলিয়ে যায়।
২৬ ডিসেম্বর, ২০০৪ সালে থাইল্যাণ্ডের ভয়াবহ সুনামির ফলে থাইল্যাণ্ডের আওনাগ অঞ্চলে ব্যপকতর ক্ষতি হয়।
পরিজনকে হারানোর আর্তনাদ মহিলার। ঘটনাটি ভারতের ক্যাডালোরের।
থাইল্যাণ্ডের ফুক্যাড দ্বীপের একটি সরকারি হাসপাতালের বাইরে সুনামির জেরে হারিয়ে ফেলা পরিজনকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া আপনজনদের ভিড়।
সুনামিতে তলিয়ে যাওয়া মানুষদের উদ্ধারের জন্য ব্যস্ত উদ্ধারকারী দল।
ঈশ্বরের কাছে অভিযোগ? এক মহিলা নিজের ভগ্নপ্রায় বাড়ির উপর দাঁড়িয়ে। পরিজনদের হারিয়েছেন তিনি। এজন্য যে কষ্ট তিনি পেয়েছেন, যেন সেটাই জানাচ্ছেন ঈশ্বরের কাছে।
থাইল্যাণ্ডের থাকুয়াপার এক বৌদ্ধ মন্দিরের ভিতরে বহু মৃতদেহ।
সুনামির জেরে অভুক্ত মানুষদের খাদ্যের সরবরাহ।
সুনামির জেরে ক্ষতিগ্রস্ত এবং অসুস্থ মানুষদের চিকিৎসা চলছে ভাভানিয়ার চিকিৎসালয়ে।
একসঙ্গে দুটো সুনামিতে আক্রান্ত মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।