প্রতি বছরের মতো, ভারতের সামরিক ও সাংস্কৃতিক শক্তি প্রদর্শনের জন্য সরকার ২৬জানুয়ারী, ২০২৩ সালে একটি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ আয়োজন করবে। এই বছরের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস।
অয়ন ঘোষাল: যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারতীয় স্থল সেনার অত্যাধুনিক সমরাস্ত্র। পূর্বাঞ্চলীয় সেনার বিভিন্ন রেজিমেন্টাল ডিসিপ্লিন।
সঙ্গে কলকাতা পুলিসের মহিলা রেপিড ফোর্স এবং উইনার্স। সঙ্গে অবশ্যই আমাদের প্রাণের প্রিয় দুর্গাপুজো।
এবারের সাধারণতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজের দেড় ঘন্টার চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হল দুদিন আগেই।
২৬ জানুয়ারি ঠিক সকাল নটায় অ্যাসেমবলি। ফোর্ট উইলিয়াম বিজয় স্মারকের সামনে।
কাঁটায় কাঁটায় সকাল পৌনে দশটায় আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এরপর পুলিস মেমোরিয়াল মূর্তির সামনে থেকে পায়ে হেঁটে রেড রোডে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুরু হবে দেড় ঘন্টার কুচকাওয়াজ।
থাকবে কলকাতার ১৭ টি স্কুলের পড়ুয়ারাও।