PHOTOS

RBI New Rule | ATMs: ব্যাঙ্কগুলিতে কড়া নির্দেশ, ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

RBI New Rule | ATMs: আগামী ১ মে থেকে নিজের ব্যাঙ্কের এটিএম ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে বেশি টাকা দিতে হবে

Advertisement
1/6
আরবিআইয়ের নতুন নিয়ম
আরবিআইয়ের নতুন নিয়ম

দেশের এটিএম গুলিতে ১০০ ও ২০০ টাকার নোট রাখার জন্য নতুন নিয়ম জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। কারণ বেশিরভাগ এটিএম থেকে মেলে ৫০০ টাকার নোট। ফলে সমস্যার পড়েন গ্রাহকরা

2/6
১০০ ও ২০০ টাকার নোটের ব্যবস্থা
১০০ ও ২০০ টাকার নোটের ব্যবস্থা

সাধারণ মানুষ যেসব নোট হামেসাই ব্যবহার করে সেইসব নোটের মধ্যে রয়েছে ১০০ ও ২০০ টাকার নোট। তাই দেশের প্রত্যেকটি ব্যাঙ্কের এটিএম থেকে যাতে ১০০ ও ২০০ টাকার নোট বের হয় তার ব্যবস্থা করতে হবে।

3/6
৩০ সেপ্টেম্বর
৩০ সেপ্টেম্বর

রিজার্ভ ব্যাঙ্ক তার নির্দেশিকায় বলেছে এবছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের অন্তত ৭৫ শতাংশ এটিএমকে তাদের অন্তত একটি ক্যাসেটে ১০০ বা ২০০ টাকার নোট রাখতে হবে। অর্থাত্ সাধারণ মানুষ যাতে তা পায় তার ব্যবস্থা করতে হবে।

4/6
৩১ মার্চ ২০২৬
৩১ মার্চ ২০২৬

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশের ৯০ শতাংশ এটিএম-এ ১০০ ও ২০০ টাকার নোট রাখতে হবে।

5/6
রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য
রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য

রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য হল এটিএম থেকে ১০০ ও ২০০ টাকার নোট পেলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন।

6/6
এটিএম চার্জ বাড়ছে
এটিএম চার্জ বাড়ছে

এদিকে, আগামী ১ মে থেকে নিজের ব্যাঙ্কের এটিএম ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে বেশি টাকা দিতে হবে। এখন অন্য এটিএম থেকে টাকা তুললে প্রতি ট্রানজাকশনে ১৭ টাকা দিতে হয়। ১ মে-র পর ওই চার্জ ১৯ টাকা হবে। ব্যালান্স এনকোয়ারি করতে হলে লাগবে ৭ টাকা।





Read More