PHOTOS

Road Accident: ঈদের ছুটিতে বাড়ি ফিরছিল! লরি-অটোর ভয়ংকর সংঘর্ষে মৃত ৬, আহত...

Digha Accident: ঈদের আনন্দ নিমেষে পরিণত হয়েছে শোকযাত্রায়। অটো ও একটি দ্রুতগতির লরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৬ জনের। আহত আরও ২ জন।

Advertisement
1/6

কিরণ মান্না: ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার ভোররাতে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ইড়িঞ্চি ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী অটো ও একটি দ্রুতগতির লরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৬ জনের। আহত আরও ২ জন। মৃতদের মধ্যে রয়েছে তিনজন মহিলা ও এক শিশু। ঘটনায় শোকস্তব্ধ কাঁথির চালতি গ্রাম।

2/6

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন চালতি গ্রামের আটজন বাসিন্দা। সকলেই একই অটোতে করে কাঁথির দিকে আসছিলেন। সেই সময় ইড়িঞ্চি ব্রিজের কাছে উল্টো দিক থেকে আসা একটি লরি আরও একটি লরিকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী অটোটিকে সজোরে ধাক্কা মারে।

3/6

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। আহত তিনজনকে সঙ্গে সঙ্গে কাঁথি ও তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। 

4/6

পরে তমলুকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক শিশুর এবং কাঁথি হাসপাতালে মৃত্যু হয় আরও এক যাত্রীর।

 

5/6

ঘটনার পর কাঁথি মহকুমা পুলিস আধিকারিক দিবাকর দাসের নেতৃত্বে খেজুরি ও মারিশদা থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মারিশদা থানার পুলিস ঘাতক লরিটিকে আটক করেছে। জানা গিয়েছে, মৃত ও আহতদের সকলেই চালতি গ্রামের বাসিন্দা এবং আত্মীয়।

6/6

গ্রামের একসঙ্গে ছয়জনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঈদের আনন্দ নিমেষে পরিণত হয়েছে শোকযাত্রায়।





Read More