Noida youth richer than Ambani: ১ সেপ্টিলিয়ন ট্রিলিয়ন বা ১ আনডেসিলিয়ন ডলার টাকা পেয়েছেন ওই যুবক!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আম্বানির চেয়েও ধনী নয়ডার উত্তর প্রদেশের ২০ বছরের যুবক দীপক!
তিনি পেয়েছেন ১০,০১,৩৫,৬০,০০,০০,০০,০০,০০,০১,০০,২৩,৫৬,০০,০০,০০,০০,২৯৯ টাকা!
চমকে উঠবেন না। নয়ডার ওই যুবকের মৃত মায়ের নামে থাকা সেভিংস অ্যাকাউন্টে জমা পড়েছে এই বিরাট অংকের টাকা।
৩৭ ডিজিটের টাকার অংক যেন গুনে শেষ করা যায় না! ১ সেপ্টিলিয়ন ট্রিলিয়ন বা ১ আনডেসিলিয়ন ডলার টাকা পেয়েছেন ওই যুবক!
২০ বছর বয়সী যুবক দীপকের মা গায়ত্রী দেবী ২ মাস আগে মারা যান।
এক মেসেজে সেই মায়ের অ্যাকাউন্টে এই বিশাল অংকের টাকা দেখেই লেনদেন যাচাই করতে ব্যাংকে ছুটে যান দীপক।
ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টটি জব্দ করা হয়েছে। তদন্ত শুরু করেছে আয়কর বিভাগও।
মনে করা হচ্ছে, ব্যাংকিং সফটওয়্যারের ত্রুটি অথবা ম্যানুয়াল এন্ট্রির ভুলেই এই ঘটনা।
তবে এই নিয়ে মজা করতে ছাড়েননি নেটিজেনরা। তাঁরা মশকরা করেন, ২০ বছরের ওই যুবক এখন আম্বানির চেয়েও ধনী।