PHOTOS

Jio AI Cloud Welcome Offer: দারুণ খবর, আর হারাবে না আপনার ছবি-ভিডিয়ো, দিওয়ালিতে আসছে জিওর ধামাকা 'AI' অফার!

Jio AI Cloud Welcome Offer: কী আছে অফারে? কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

Advertisement
1/5
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেলিকম পরিষেবায় বিপ্লব এনেছিল জিও। জলের দরে সস্তা নেট! মোবাইল সার্ভিস প্রোভাইডারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন মুকেশ আম্বানি। এবার মুকেশ আম্বানির আরও এক অগ্রণী পদক্ষেপ।

2/5
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার

ডিজিটাল মাধ্যমে এখন হট টপিক বা 'ইন' বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। সংক্ষেপে AI। এবার দিওয়ালিতে জিওর ধামাকা অফার এই AI নিয়েই।

3/5
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার

১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ! রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্য়ান মুকেশ আম্বানি এদিন ঘোষণা করলেন জিও AI ক্লাউড ওয়েলকাম অফারের। 

4/5
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার

দিওয়ালি থেকে পাওয়া যাবে এই ফ্রি স্টোরেজ অফার। যেখানে খুব সুরক্ষিতভাবে ছবি, ভিডিয়ো, নথি, ডিজিটাল কনটেন্ট ও ডেটা স্টোর করে রাখতে পারবেন গ্রাহকরা।

5/5
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার
জিও AI ক্লাউড ওয়েলকাম অফার

মুকেশ আম্বানির কথায়, বুদ্ধিমত্তার মাধ্যমে সংযোগ, সর্বস্তরে সর্বসাধারণের জন্য AI-কে উপযোগী করে তোলার জন্য জিও-র এই পদক্ষেপ। 

 





Read More