নিজস্ব প্রতিবেদন: ভারতের ৭৫ তম স্বাধীনতা উদযাপন করা হয় গোয়া ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানেই বাংলা প্রতিনিধিত্ব করেন ঋতাভরী চক্রবর্তী।
লাল পাড় সাদা শাড়িতে বাংলা গানে পারফর্ম করলেন ঋতাভরী। সেই অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলা গানে পারফর্ম করে তিনি দর্শকদের বার্তা দিতে চেয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছে এই মঞ্চে পারফর্ম করে তিনি গর্বিত।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক বলিউডের তারকা। তার মধ্যে অন্যতম হলেন সলমন খান।
সলমন ছাড়াও ইফির মঞ্চে পারফর্ম করতে দেখা গেল রণবীর সিংকে। নিজস্ব স্টাইলেই মঞ্চ মাতালেন রণবীর।
বলিউডি স্টাইলে নিজের ক্যারিশ্মা ছড়ালেন শ্রদ্ধা কাপুর
গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করলেন পরিচালক প্রযোজক করণ জোহার ও অভিনেতা সঞ্চালক মণীশ পল।
এদিন একসঙ্গে মঞ্চে সবাইকে মাতিয়ে রাখলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা
ঋতাভরী ছাড়াও ইফির মঞ্চে হাজির ছিলেন আরেক বাঙালি কন্যা মৌনী রায়। তবে তাঁকে দেখা গেল অন্য মেজাজে। ডান্ডিয়ায় ঝড় তুললেন তিনি।