নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ দুবছর পর ইফতার পার্টির আয়োজন করেন বাবা সিদ্দিকী।
রবিবার বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের এক সাত তারা হোটেলে ইফতার পার্টিতে আমন্ত্রিত ছিলেন ঋতাভরী চক্রবর্তী।
কালো পাঠান সুটে প্রতিবছরের মতো এবছর পার্টিতে হাজির হন শাহরুখ খান।
কালো পোশাকেই এসেছিলেন সলমন খান।
ইফতার পার্টিতে ছিল তারকার হাট। তারই মাঝে অভিনেতা তামান্না ভাটিয়া ও সায়নী গুপ্তর সঙ্গে ক্যামেরাবন্দি হন ঋতাভরী।
সারা বছর বলিউডের তারকাদের একসঙ্গে যে যে জৌলুসপূর্ণ পার্টিতে দেখা যায়, তার মধ্যে অন্যতম বাবা সিদ্দিকীর ইফতার পার্টি। সেই পার্টিতে জমিয়ে মজা করতে দেখা গেল ঋতাভরীকে।